প্রযুক্তি ডেস্ক

টুইটার অধিগ্রহণের পর থেকেই নানা কারণ দেখিয়ে একের পর এক কর্মী ছাঁটাই করছেন মাস্ক। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। এবার এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে পরে ক্ষমা চেয়ে নেন মাস্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে বিগত মাসে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।

টুইটার অধিগ্রহণের পর থেকেই নানা কারণ দেখিয়ে একের পর এক কর্মী ছাঁটাই করছেন মাস্ক। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। এবার এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে পরে ক্ষমা চেয়ে নেন মাস্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে বিগত মাসে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।

একসময় যুদ্ধ মানে ছিল সৈন্যের মুখোমুখি লড়াই। যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় নির্ভর করত সৈন্যসংখ্যা, শারীরিক শক্তি ও সাহসের ওপর। কিন্তু সময় বদলেছে, বদলেছে যুদ্ধের গতি-প্রকৃতি। আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে মহাকাশ ও ডিজিটাল জগতে।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি এক সাইবার সিকিউরিটি গবেষক মাইক্রোসফট কোপাইলটে ত্রুটি খুঁজে পেয়েছেন, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। ডেটা সিকিউরিটি রিসার্চ ফার্ম ভ্যারোনিস থ্রেট ল্যাবস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
১২ ঘণ্টা আগে
আইফোন ১৬ থেকে অ্যাপল একটি নতুন ক্যামেরা কন্ট্রোল যুক্ত করেছে। এটি মোবাইল ফোনের পাশে থাকা একটি বিশেষ ধরনের কন্ট্রোল। শুরুতে অনেকে ভেবেছিলেন, এটি পেশাদার ক্যামেরার মতো শাটার বাটনের কাজ করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবু সঠিকভাবে ব্যবহার জানা থাকলে এই ক্যামেরা কন্ট্রোল বেশ কাজে লাগে।
১২ ঘণ্টা আগে
বাসায় গ্যাস নেই। আবার গ্যাস থাকলেও চাপ কম। এমন অবস্থা হলে ভাবতে হয় গ্যাসের বিকল্প কী হতে পারে। এ ক্ষেত্রে প্রথমে বিবেচনায় আসে ইনডাকশন ও ইনফ্রারেড চুলার কথা। দুটিই বিদ্যুতে চলে। তবে চুলা দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে