প্রযুক্তি ডেস্ক

ভুয়া তথ্যের সন্ধান জানতে গত ডিসেম্বরে সবার জন্য ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে টুইটারকে সরাসরি জানানোর সুযোগ পাবেন। কমিউনিটি নোটস আগে ‘বার্ডওয়াচ’ নামে পরিচিত ছিল। এটি টুইটার ব্যবহারকারীদের সহায়তায় তথ্য যাচাইয়ের ব্যবস্থা। এই সুবিধার আওতায় এবার ছবি ও ভিডিও যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ফলে এখন থেকে টুইটারকে ভুয়া ছবি, ভিডিও শনাক্ত সহায়তা করবে ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি, ভিডিও বানানো এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করার প্রবণতা বেড়েছে। তবে এতে করে অনেক ভুয়া ছবি, ভিডিওতে সয়লাব হচ্ছে প্ল্যাটফর্মগুলো।
সম্প্রতি, এআই দিয়ে বানানো ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের একটি ভুয়া ছবিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজেদের প্ল্যাটফর্মে এসব ভুয়া কনটেন্ট কমিয়ে আনতেই ‘কমিউনিটি নোটস’ সুবিধার আওতায় এবার ছবি ও ভিডিও যুক্ত করেছে টুইটার।
কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।
ব্যবহারকারীরা তাদের তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।

ভুয়া তথ্যের সন্ধান জানতে গত ডিসেম্বরে সবার জন্য ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে টুইটারকে সরাসরি জানানোর সুযোগ পাবেন। কমিউনিটি নোটস আগে ‘বার্ডওয়াচ’ নামে পরিচিত ছিল। এটি টুইটার ব্যবহারকারীদের সহায়তায় তথ্য যাচাইয়ের ব্যবস্থা। এই সুবিধার আওতায় এবার ছবি ও ভিডিও যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ফলে এখন থেকে টুইটারকে ভুয়া ছবি, ভিডিও শনাক্ত সহায়তা করবে ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি, ভিডিও বানানো এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করার প্রবণতা বেড়েছে। তবে এতে করে অনেক ভুয়া ছবি, ভিডিওতে সয়লাব হচ্ছে প্ল্যাটফর্মগুলো।
সম্প্রতি, এআই দিয়ে বানানো ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের একটি ভুয়া ছবিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজেদের প্ল্যাটফর্মে এসব ভুয়া কনটেন্ট কমিয়ে আনতেই ‘কমিউনিটি নোটস’ সুবিধার আওতায় এবার ছবি ও ভিডিও যুক্ত করেছে টুইটার।
কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে।
ব্যবহারকারীরা তাদের তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কারের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর জন্য মূলত সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্টফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘র্যাম’-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ২০২৬ সালে প্রযুক্তি পণ্যের বাজারকে অস্থির করে তোলার ইঙ্গিত দিচ্
১৮ ঘণ্টা আগে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২১ ঘণ্টা আগে
চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৪ দিন আগে