
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।

ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
১৩ ঘণ্টা আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
১ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
২ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
২ দিন আগে