অনলাইন ডেস্ক
দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক
দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক
আগামী ৯ জুন শুরু হচ্ছে অ্যাপলের ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫। গত রাতে, কোম্পানিটি ঘোষণা করেছে যে, এই ইভেন্টটি ৯ জুন থেকে শুরু হবে এবং ১৩ জুন পর্যন্ত চলবে। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে আইওএস ১৯, নতুন অ্যাপল ইন্টেলিজেন্স এবং অন্যান্য সফটওয়্যার আপডেট
৫ ঘণ্টা আগেপ্রসেসরের পারফরম্যান্স বৃদ্ধি এবং শক্তি খরচ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে চীনের তৈরি সিলিকন মুক্ত ট্রানজিস্টর। নতুন এই ট্রানজিস্টর তৈরি করতে সিলিকনের বদলে বিসমাথ ব্যবহার করেছেন চীনের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, নতুন ট্রানজিস্টরটি এমন চিপ তৈরি করতে সাহায্য করবে, যা বর্তমানে...
৫ ঘণ্টা আগেমার্কিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি গোপন গ্রুপ চ্যাট ফাঁস হওয়ার পর মেসেজিং অ্যাপ সিগন্যাল এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে, ওই গ্রুপ চ্যাটে কী ধরনের আলোচনা হয়েছিল তা প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
১০ ঘণ্টা আগেনিজেদের অনুভূতি, চিন্তা বা দৈনন্দিন জীবন সৃজনশীলভাবে তুলে ধরতে ফেসবুকের স্টোরি ফিচার ব্যবহার করেন অনেকে। এর মাধ্যমে অডিয়েন্সদের বেশি আকর্ষণ করা যায়। এ ছাড়া সম্প্রতি ফেসবুক স্টোরির মাধ্যমে আয়ের সুযোগও দিচ্ছে মেটা। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন।
১২ ঘণ্টা আগে