প্রযুক্তি ডেস্ক

চলতি মাসের ২৯ তারিখে ‘ব্লু টিক’ সেবা পুনরায় উন্মোচন করবে টুইটার। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) ইলন মাস্ক এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২৯ নভেম্বর আমরা পুনরায় ‘ব্লু ভেরিফাইড’ উন্মোচন করতে যাচ্ছি। এবার আমরা নিশ্চিত করতে চাই যে এটি ত্রুটিমুক্ত’।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি নিজের টুইটার প্রোফাইলের ভেরিফাইড নাম বদলায়, তাহলে তার প্রোফাইল থেকে ব্লু টিক চলে যাবে। টুইটার সেই ব্যবহারকারীর নতুন নামটি যাচাই করে দেখবে। যদি তা টুইটারের শর্তাবলির সঙ্গে সাংঘর্ষিক না হয়, তবেই ‘ব্লু টিক’ সে ফেরত পাবে।
আগে ব্লু টিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লু টিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। একের পর এক ভুয়া অ্যাকাউন্টে সয়লাব হয়ে যায় টুইটার। বড় বড় সংস্থাসহ অনেক বিখ্যাত ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে ব্লু টিক সাবস্ক্রিপশন নেন অনেক ব্যবহারকারী। অনেকে আবার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিয়ে তাঁদের টুইটারের প্রোফাইলের নাম বদলে ফেলেন। ‘ব্লু টিক’ যুক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা।
ফলে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা বন্ধ করতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহেই ইলন মাস্ক এক টুইটে জানান, ‘ব্লু টিক আগামী সপ্তাহের শেষেই আবার ফিরে আসতে পারে।’

চলতি মাসের ২৯ তারিখে ‘ব্লু টিক’ সেবা পুনরায় উন্মোচন করবে টুইটার। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) ইলন মাস্ক এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২৯ নভেম্বর আমরা পুনরায় ‘ব্লু ভেরিফাইড’ উন্মোচন করতে যাচ্ছি। এবার আমরা নিশ্চিত করতে চাই যে এটি ত্রুটিমুক্ত’।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি নিজের টুইটার প্রোফাইলের ভেরিফাইড নাম বদলায়, তাহলে তার প্রোফাইল থেকে ব্লু টিক চলে যাবে। টুইটার সেই ব্যবহারকারীর নতুন নামটি যাচাই করে দেখবে। যদি তা টুইটারের শর্তাবলির সঙ্গে সাংঘর্ষিক না হয়, তবেই ‘ব্লু টিক’ সে ফেরত পাবে।
আগে ব্লু টিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লু টিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। একের পর এক ভুয়া অ্যাকাউন্টে সয়লাব হয়ে যায় টুইটার। বড় বড় সংস্থাসহ অনেক বিখ্যাত ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে ব্লু টিক সাবস্ক্রিপশন নেন অনেক ব্যবহারকারী। অনেকে আবার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিয়ে তাঁদের টুইটারের প্রোফাইলের নাম বদলে ফেলেন। ‘ব্লু টিক’ যুক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা।
ফলে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা বন্ধ করতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহেই ইলন মাস্ক এক টুইটে জানান, ‘ব্লু টিক আগামী সপ্তাহের শেষেই আবার ফিরে আসতে পারে।’

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
১ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
২ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৪ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৫ দিন আগে