প্রযুক্তি ডেস্ক

ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকেই আর্থিক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। অনেক বিজ্ঞাপন দাতা প্ল্যাটফর্মটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই মূলত আয় কমেছে টুইটারের। গত এক বছরে টুইটারের আয় প্রায় ৪০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কর্মী ছাঁটাইসহ নিয়েছেন নানা পদক্ষেপ। আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিক সাবস্ক্রিপশনের মতো আলোচিত ও সমালোচিত সিদ্ধান্তও। এত সমালোচনার মধ্যেই আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে যাচ্ছে টুইটার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ছাঁটাইয়ের প্রভাব পড়বে বিক্রয় বিভাগের ওপর। তবে ঠিক কী পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিক্রয় ও মার্কেটিং বিভাগ মিলিয়ে গত মাস পর্যন্ত টুইটারে মোট ৮০০ কর্মী ছিল।
সম্প্রতি, দিল্লি ও মুম্বাইয়ের টুইটার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার অধিগ্রহণের পরপরই কর্মী সংখ্যা কমিয়ে দুই হাজারের নিচে নামিয়ে আনার কথা বলেছিলেন মাস্ক। ধারণা করা হচ্ছে, তাঁর পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে এই মাইক্রো ব্লগিং সাইট।
এর আগে, প্রথমবারের মতো গাঁজা কারবারিদের বিজ্ঞাপনের অনুমতি দেয় টুইটার। তবে শুধু যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, শুধু সেসব রাজ্যের জন্যই দেওয়া যাবে বিজ্ঞাপন। টুইটার এরই মধ্যে ২১টি অঙ্গরাজ্যে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের গাঁজা কারবারিদের জন্যই এই সুবিধা থাকছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, বিজ্ঞাপন দেওয়ার জন্য গাঁজা কোম্পানিগুলোর সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স থাকতে হবে। ফলে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোম্পানিগুলোকে। তা ছাড়া, যেসব এলাকায় গাঁজা বৈধ, শুধু সে এলাকাগুলোতেই বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া টুইটার নিয়ম করেছে, ২১ বছরের কম বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়া যাবে না।

ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকেই আর্থিক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। অনেক বিজ্ঞাপন দাতা প্ল্যাটফর্মটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই মূলত আয় কমেছে টুইটারের। গত এক বছরে টুইটারের আয় প্রায় ৪০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কর্মী ছাঁটাইসহ নিয়েছেন নানা পদক্ষেপ। আয় বাড়াতে নিয়েছেন ব্লু টিক সাবস্ক্রিপশনের মতো আলোচিত ও সমালোচিত সিদ্ধান্তও। এত সমালোচনার মধ্যেই আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে যাচ্ছে টুইটার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ছাঁটাইয়ের প্রভাব পড়বে বিক্রয় বিভাগের ওপর। তবে ঠিক কী পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিক্রয় ও মার্কেটিং বিভাগ মিলিয়ে গত মাস পর্যন্ত টুইটারে মোট ৮০০ কর্মী ছিল।
সম্প্রতি, দিল্লি ও মুম্বাইয়ের টুইটার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার অধিগ্রহণের পরপরই কর্মী সংখ্যা কমিয়ে দুই হাজারের নিচে নামিয়ে আনার কথা বলেছিলেন মাস্ক। ধারণা করা হচ্ছে, তাঁর পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে এই মাইক্রো ব্লগিং সাইট।
এর আগে, প্রথমবারের মতো গাঁজা কারবারিদের বিজ্ঞাপনের অনুমতি দেয় টুইটার। তবে শুধু যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, শুধু সেসব রাজ্যের জন্যই দেওয়া যাবে বিজ্ঞাপন। টুইটার এরই মধ্যে ২১টি অঙ্গরাজ্যে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের গাঁজা কারবারিদের জন্যই এই সুবিধা থাকছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, বিজ্ঞাপন দেওয়ার জন্য গাঁজা কোম্পানিগুলোর সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স থাকতে হবে। ফলে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোম্পানিগুলোকে। তা ছাড়া, যেসব এলাকায় গাঁজা বৈধ, শুধু সে এলাকাগুলোতেই বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া টুইটার নিয়ম করেছে, ২১ বছরের কম বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়া যাবে না।

আপনি কী করতে চান, কেন করতে চান, আর কার জন্য করছেন—এগুলো জানালে উত্তর আরও ভালো হয়। ধরা যাক, একটি ছবিতে একজন লোক দাঁড়িয়ে আছে। আপনি চাইছেন ছবির ব্যাকগ্রাউন্ড বদলাতে এবং তার হাতে একটি চায়ের কাপ যোগ করতে।
৪ মিনিট আগে
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার নতুন আইন কার্যকরের প্রথম কয়েক দিনেই মেটা প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট ব্লক বা বন্ধ করে দিয়েছে।
১৬ ঘণ্টা আগে
ভারত সরকার স্মার্টফোন প্রস্তুতকারকদের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একগুচ্ছ সফটওয়্যার পরিবর্তনের কথাও বলা হয়েছে। এই প্রস্তাব ঘিরে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টরা আপত্তি জানাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers. gov.bd-এর VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সম্পন্ন...
২১ ঘণ্টা আগে