অনেক মেসেজিং প্ল্যাটফর্মে মতো হোয়াটসঅ্যাপও একটি গ্রুপ তৈরি করার সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট পরিবার, বন্ধু, সহকর্মী বা অন্য যেকোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ দেয়। গ্রুপ চ্যাটের মাধ্যমে টেক্সট ছাড়াও ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠানোর যায়।
ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সর্বোচ্চ ১ হাজার ২৪ জন পর্যন্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যায়।
অ্যান্ড্রয়েডে গ্রুপ খুলবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা ‘নিউ চ্যাট’ (প্লাস আইকোন) অপশনে ট্যাপ করুন।
৩. এবার ‘নিউ গ্রুপ’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন কন্টাক্ট তালিকা থেকে পছন্দমতো গ্রুপ সদস্য নির্বাচন করুন বা ওপরের দিকে সার্চ বাটনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করুন। কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকলে তাদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।৫. এবার নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।
৬. এখন ‘গ্রুপ নেম’-এর জায়গায় পছন্দমতো নাম টাইপ করুন। তবে এই নাম সর্বোচ্চ ১০০টি অক্ষরে হতে পারবে।
৭. নামের সঙ্গে ইমোজি যুক্ত করতে চাইলে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৮. গ্রুপের ছবি দিতে চাইলে গ্রুপের নামের পাশে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ফলে নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ক্যামেরা, গ্যালারি, ইমোজি অ্যান্ড স্টিকারস এবং সার্চ টু ওয়েব অপশনের মাধ্যমে গ্রুপের জন্য ছবি নির্বাচন করতে পারবেন।
৯. এখন নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরবর্তীকালে পছন্দমতো সদস্যও যুক্ত করা যাবে।
ফোনের কন্টাক্টের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো
১. গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
২. এবার ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন এবং কন্টাক্ট নির্বাচন করুন। যদি কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকে, তবে তাদের একটি এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হবে।
৩. কন্টাক্ট নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে এ ট্যাপ করুন।
৪. বিকল্পভাবে চ্যাটের শুরুতে স্ক্রল করে ‘অ্যাড মেম্বারস’ অপশনে ট্যাপ করেও নতুন সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।
লিংক বা কিউআর কোডের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ পাঠানো
গ্রুপ অ্যাডমিনরা লিংক বা কিউআর কোড শেয়ার করে লোকজনকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। এ জন্য গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
তবে খেয়াল রাখতে হবে, যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। তাই এই ফিচারটি কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করা উচিত। কেউ লিংকটি ফরওয়ার্ড করে অন্যদের কাছে পাঠাতে পারে এবং তারা গ্রুপে যোগ দিতে পারে। এতে গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে কোনো অতিরিক্ত অনুমতি প্রয়োজন হবে না।
অনেক মেসেজিং প্ল্যাটফর্মে মতো হোয়াটসঅ্যাপও একটি গ্রুপ তৈরি করার সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট পরিবার, বন্ধু, সহকর্মী বা অন্য যেকোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ দেয়। গ্রুপ চ্যাটের মাধ্যমে টেক্সট ছাড়াও ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠানোর যায়।
ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সর্বোচ্চ ১ হাজার ২৪ জন পর্যন্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যায়।
অ্যান্ড্রয়েডে গ্রুপ খুলবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা ‘নিউ চ্যাট’ (প্লাস আইকোন) অপশনে ট্যাপ করুন।
৩. এবার ‘নিউ গ্রুপ’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন কন্টাক্ট তালিকা থেকে পছন্দমতো গ্রুপ সদস্য নির্বাচন করুন বা ওপরের দিকে সার্চ বাটনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করুন। কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকলে তাদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।৫. এবার নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।
৬. এখন ‘গ্রুপ নেম’-এর জায়গায় পছন্দমতো নাম টাইপ করুন। তবে এই নাম সর্বোচ্চ ১০০টি অক্ষরে হতে পারবে।
৭. নামের সঙ্গে ইমোজি যুক্ত করতে চাইলে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৮. গ্রুপের ছবি দিতে চাইলে গ্রুপের নামের পাশে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ফলে নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ক্যামেরা, গ্যালারি, ইমোজি অ্যান্ড স্টিকারস এবং সার্চ টু ওয়েব অপশনের মাধ্যমে গ্রুপের জন্য ছবি নির্বাচন করতে পারবেন।
৯. এখন নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরবর্তীকালে পছন্দমতো সদস্যও যুক্ত করা যাবে।
ফোনের কন্টাক্টের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো
১. গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
২. এবার ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন এবং কন্টাক্ট নির্বাচন করুন। যদি কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকে, তবে তাদের একটি এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হবে।
৩. কন্টাক্ট নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে এ ট্যাপ করুন।
৪. বিকল্পভাবে চ্যাটের শুরুতে স্ক্রল করে ‘অ্যাড মেম্বারস’ অপশনে ট্যাপ করেও নতুন সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।
লিংক বা কিউআর কোডের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ পাঠানো
গ্রুপ অ্যাডমিনরা লিংক বা কিউআর কোড শেয়ার করে লোকজনকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। এ জন্য গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
তবে খেয়াল রাখতে হবে, যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। তাই এই ফিচারটি কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করা উচিত। কেউ লিংকটি ফরওয়ার্ড করে অন্যদের কাছে পাঠাতে পারে এবং তারা গ্রুপে যোগ দিতে পারে। এতে গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে কোনো অতিরিক্ত অনুমতি প্রয়োজন হবে না।
ইনস্টাগ্রামে প্রতিদিন অনেকের সঙ্গে বার্তা আদান-প্রদান করা হয়। তবে এত চ্যাটের মাঝে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন খুঁজে বের করা প্রায়ই সময়সাপেক্ষ হয়ে পড়ে। এই সমস্যার সহজ সমাধান হলো চ্যাট পিন করা। ইনস্টাগ্রামের এই ফিচারটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ বা প্রিয় চ্যাটগুলো ওপরের দিকে রাখা যায়। ফলে নতুন কোনো...
৬ ঘণ্টা আগেসাইবার সুরক্ষায় বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে নতুন একটি ফিচার—‘পাসকি’। পাসওয়ার্ডের বিকল্প এই আধুনিক লগইন পদ্ধতি সহজে ব্যবহার করা যায় এবং অনলাইনে ফিশিং ও তথ্য চুরির মতো হুমকি থেকে অধিক সুরক্ষা দেয়।
১ দিন আগেনব্বই দশকের পুরোনো প্রযুক্তি নিয়ে কথা উঠলেই অনেকেই মনে করেন ওয়াকম্যান, পোলারয়েড ক্যামেরা কিংবা সিডির কথা। তবে যে প্রযুক্তিটি একসময়ে কম্পিউটারের প্রধান স্টোরেজ মাধ্যম ছিল, সেই ফ্লপি ডিস্ক যেন একেবারেই ভুলে যাওয়া এক অধ্যায়। এখনো কম্পিউটারে ‘সেভ’ আইকন হিসেবে এর প্রতীক ব্যবহৃত হলেও বাস্তব জীবনে এ নিয়ে
১ দিন আগেখেলনা থেকে শুরু করে বিভিন্ন বস্তু প্রিন্ট করা যায় থ্রিডি প্রিন্টারের মাধ্যমে। এই অত্যাধুনিক প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে সুবিধা আনলেও, এর অপব্যবহার আজ বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ, এই একই প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই তৈরি করা যাচ্ছে প্রাণঘাতী বন্দুক। শুধু অস্ত্রই নয়,
১ দিন আগে