প্রযুক্তি ডেস্ক

চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।

চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।

গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
২০ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কারের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর জন্য মূলত সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্টফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘র্যাম’-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ২০২৬ সালে প্রযুক্তি পণ্যের বাজারকে অস্থির করে তোলার ইঙ্গিত দিচ্
১ দিন আগে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১ দিন আগে
চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৪ দিন আগে