প্রযুক্তি প্রতিবেদক

দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর সিনেম্যাটিক ফোন ভিভো এক্স৬০প্রো। ফোনটিকে সিনেম্যাটিক বলার কারণ হচ্ছে, জার্মানভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলোতেও কার্ল জেইসের লেন্স ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে। ফোনটির পিছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে।
গত বুধবার দেশের বাজারে উন্মুক্ত করা হয় এই স্মার্টফোনটি। এটি বাংলাদেশে ভিভোর প্রথম এক্স সিরিজের ফোন। পাশাপাশি ভিভোর প্রথম ৫জি স্মার্টফোনও এটি।
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘ভিভোর গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪ শতাংশ ছবিই নষ্ট হয়ে যায় শুধু স্মার্টফোন কেঁপে যাওয়ার কারণে। তবে স্মার্টফোনটি এ সমস্যার সমাধান করবে। এমনকি ফোনটি দিয়ে পেশাদার ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিও করা যাবে। এই স্মার্টফোনে জেইসের সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে আর কোনো স্মার্টফোনে নেই।
ভিভোর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৭ ন্যানোমিটারের চিপসেটসহ অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ-রেসপন্স রেট ২৪০ হার্টজ।
ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে এতে কোনো দাগ পড়বে না। এ ফোনটি পাওয়া যাবে নীল ও কালো রঙের। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।

দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর সিনেম্যাটিক ফোন ভিভো এক্স৬০প্রো। ফোনটিকে সিনেম্যাটিক বলার কারণ হচ্ছে, জার্মানভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলোতেও কার্ল জেইসের লেন্স ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে। ফোনটির পিছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে।
গত বুধবার দেশের বাজারে উন্মুক্ত করা হয় এই স্মার্টফোনটি। এটি বাংলাদেশে ভিভোর প্রথম এক্স সিরিজের ফোন। পাশাপাশি ভিভোর প্রথম ৫জি স্মার্টফোনও এটি।
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘ভিভোর গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪ শতাংশ ছবিই নষ্ট হয়ে যায় শুধু স্মার্টফোন কেঁপে যাওয়ার কারণে। তবে স্মার্টফোনটি এ সমস্যার সমাধান করবে। এমনকি ফোনটি দিয়ে পেশাদার ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিও করা যাবে। এই স্মার্টফোনে জেইসের সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে আর কোনো স্মার্টফোনে নেই।
ভিভোর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৭ ন্যানোমিটারের চিপসেটসহ অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ-রেসপন্স রেট ২৪০ হার্টজ।
ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে এতে কোনো দাগ পড়বে না। এ ফোনটি পাওয়া যাবে নীল ও কালো রঙের। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।

দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
১ ঘণ্টা আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
২ ঘণ্টা আগে
প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এটি হলো প্রযুক্তির বাণিজ্যিক প্রদর্শনী, যা প্রতিবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। পুরো বিশ্বের প্রযুক্তি উদ্ভাবকেরা এখানে আসেন তাঁদের অভিনব সব উদ্ভাবন নিয়ে।
৩ ঘণ্টা আগে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কোনো ধরনের সামান্য অসতর্কতায় ঘটতে পারে বিপর্যয়। ভুয়া লিংকে ক্লিক, প্রতারণামূলক ফোন কল কিংবা বিভ্রান্তিকর বার্তায় মুহূর্তে হারিয়ে যেতে পারে ব্যক্তিগত ও অফিশিয়াল নথিপত্র, জীবনের সঞ্চয় কিংবা মোবাইল ফোন, মানিব্যাগ কিংবা ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
৪ ঘণ্টা আগে