অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মগুলো এখন যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদ উৎস হয়ে উঠেছে। এমনকি প্রচলিত টিভি চ্যানেল ও সংবাদ ওয়েবসাইটকে ছাড়িয়ে গেছে এসব মাধ্যম। নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
রয়টার্স ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৫৪ শতাংশ মানুষ এখন ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে সংবাদ পায়। অন্যদিকে টিভি থেকে সংবাদ গ্রহণ করে ৫০ শতাংশ এবং ওয়েবসাইট বা অ্যাপ থেকে ৪৮ শতাংশ মানুষ।
প্রতিবেদনে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিনির্ভর সংবাদ উপস্থাপনার উত্থান শুধু যুক্তরাষ্ট্রেই নয়। তবে দেশটিতে এই পরিবর্তন আরও দ্রুত ও গভীরভাবে ঘটছে।’
বিশ্বের সবচেয়ে বেশি দেখা হওয়া ব্যক্তিত্বের তালিকায় রয়েছেন পডকাস্টার জো রোগান। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ মানুষ তাঁর সংবাদ বা মতামত দেখেছেন বা শুনেছেন।
প্রতিবেদনের লেখক নিক নিউম্যান বলেন, ‘সোশ্যাল ভিডিও ও ব্যক্তিত্বনির্ভর সংবাদের উত্থান প্রচলিত সংবাদমাধ্যমগুলোর জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠছে।’
রয়টার্স ইনস্টিটিউট বলছে, কিছু রাজনীতিক এখন মূলধারার সাংবাদিকদের এড়িয়ে সহানুভূতিশীল অনলাইন হোস্টদের সময় দিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের নানা দেশের জনতাবাদী রাজনীতিবিদেরা এখন প্রথাগত সাংবাদিকতাকে পাশ কাটিয়ে বন্ধুপ্রতিম পক্ষপাতদুষ্ট মিডিয়া, ‘ব্যক্তিত্ব’ ও ‘ইনফ্লুয়েন্সারদের’ ওপর নির্ভর করছেন। কারণ তারা প্রভাবশালী হলেও কঠিন প্রশ্ন তোলেন না এবং অনেক সময় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত।
তবে জনপ্রিয়তা সত্ত্বেও বিশ্বজুড়ে প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) মানুষ মনে করেন, অনলাইন ইনফ্লুয়েন্সার ও ব্যক্তিত্বরা ভুল বা বিভ্রান্তিকর তথ্যের বড় উৎস, যা রাজনীতিকদের মতোই উদ্বেগজনক।
প্রতিবেদনে আরও বলা হয়, সংবাদ পাওয়ার ক্ষেত্রে এক্সের ব্যবহার অনেক দেশেই স্থিতিশীল। তবে তা দিনে দিনে বাড়ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এক্সের সবচেয়ে বড় উত্থান লক্ষ করা গেছে।
ইলন মাস্ক ২০২২ সালে এক্স কিনে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটিতে ডানপন্থী ব্যবহারকারীর সংখ্যা তিন গুণ বেড়েছে। বিশেষ করে তরুণ পুরুষদের অংশগ্রহণ বেড়েছে আর কিছু প্রগতিশীল ব্যবহারকারী সরে গেছেন বা কম সক্রিয় হয়েছেন।
যুক্তরাজ্যেও এক্সের ডানপন্থি ব্যবহারকারী প্রায় দ্বিগুণ হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম যেমন: থ্রেডস, ব্লুস্কাই ও মাস্টোডন—বিশ্বজুড়ে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এসব প্ল্যাটফর্ম থেকে সংবাদ সংগ্রহের হার ২ শতাংশ বা তারও কম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিকটক এখন সবচেয়ে দ্রুতবর্ধনশীল সামাজিক ও ভিডিও প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে ১৭ শতাংশ মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সংবাদ পান, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ পয়েন্ট বেশি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে সংবাদ সংগ্রহের প্রবণতা বাড়ছে। এটি ২৫ বছরের নিচের বয়সীদের মধ্যে সাধারণ জনসংখ্যার চেয়ে দুই গুণ বেশি জনপ্রিয়।
সব প্রজন্মের মানুষই এখনো সেই সংবাদ ব্র্যান্ডকে বেশি মূল্য দেয়, যেগুলোর নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতার ইতিহাস রয়েছে—যদিও তারা আগের মতো ঘন ঘন সেগুলো ব্যবহার না-ও করতে পারে।
৪৮টি দেশে প্রায় ১ লাখ মানুষকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মগুলো এখন যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদ উৎস হয়ে উঠেছে। এমনকি প্রচলিত টিভি চ্যানেল ও সংবাদ ওয়েবসাইটকে ছাড়িয়ে গেছে এসব মাধ্যম। নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
রয়টার্স ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৫৪ শতাংশ মানুষ এখন ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে সংবাদ পায়। অন্যদিকে টিভি থেকে সংবাদ গ্রহণ করে ৫০ শতাংশ এবং ওয়েবসাইট বা অ্যাপ থেকে ৪৮ শতাংশ মানুষ।
প্রতিবেদনে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিনির্ভর সংবাদ উপস্থাপনার উত্থান শুধু যুক্তরাষ্ট্রেই নয়। তবে দেশটিতে এই পরিবর্তন আরও দ্রুত ও গভীরভাবে ঘটছে।’
বিশ্বের সবচেয়ে বেশি দেখা হওয়া ব্যক্তিত্বের তালিকায় রয়েছেন পডকাস্টার জো রোগান। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ মানুষ তাঁর সংবাদ বা মতামত দেখেছেন বা শুনেছেন।
প্রতিবেদনের লেখক নিক নিউম্যান বলেন, ‘সোশ্যাল ভিডিও ও ব্যক্তিত্বনির্ভর সংবাদের উত্থান প্রচলিত সংবাদমাধ্যমগুলোর জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠছে।’
রয়টার্স ইনস্টিটিউট বলছে, কিছু রাজনীতিক এখন মূলধারার সাংবাদিকদের এড়িয়ে সহানুভূতিশীল অনলাইন হোস্টদের সময় দিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের নানা দেশের জনতাবাদী রাজনীতিবিদেরা এখন প্রথাগত সাংবাদিকতাকে পাশ কাটিয়ে বন্ধুপ্রতিম পক্ষপাতদুষ্ট মিডিয়া, ‘ব্যক্তিত্ব’ ও ‘ইনফ্লুয়েন্সারদের’ ওপর নির্ভর করছেন। কারণ তারা প্রভাবশালী হলেও কঠিন প্রশ্ন তোলেন না এবং অনেক সময় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত।
তবে জনপ্রিয়তা সত্ত্বেও বিশ্বজুড়ে প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) মানুষ মনে করেন, অনলাইন ইনফ্লুয়েন্সার ও ব্যক্তিত্বরা ভুল বা বিভ্রান্তিকর তথ্যের বড় উৎস, যা রাজনীতিকদের মতোই উদ্বেগজনক।
প্রতিবেদনে আরও বলা হয়, সংবাদ পাওয়ার ক্ষেত্রে এক্সের ব্যবহার অনেক দেশেই স্থিতিশীল। তবে তা দিনে দিনে বাড়ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এক্সের সবচেয়ে বড় উত্থান লক্ষ করা গেছে।
ইলন মাস্ক ২০২২ সালে এক্স কিনে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটিতে ডানপন্থী ব্যবহারকারীর সংখ্যা তিন গুণ বেড়েছে। বিশেষ করে তরুণ পুরুষদের অংশগ্রহণ বেড়েছে আর কিছু প্রগতিশীল ব্যবহারকারী সরে গেছেন বা কম সক্রিয় হয়েছেন।
যুক্তরাজ্যেও এক্সের ডানপন্থি ব্যবহারকারী প্রায় দ্বিগুণ হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম যেমন: থ্রেডস, ব্লুস্কাই ও মাস্টোডন—বিশ্বজুড়ে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এসব প্ল্যাটফর্ম থেকে সংবাদ সংগ্রহের হার ২ শতাংশ বা তারও কম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিকটক এখন সবচেয়ে দ্রুতবর্ধনশীল সামাজিক ও ভিডিও প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে ১৭ শতাংশ মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সংবাদ পান, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ পয়েন্ট বেশি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে সংবাদ সংগ্রহের প্রবণতা বাড়ছে। এটি ২৫ বছরের নিচের বয়সীদের মধ্যে সাধারণ জনসংখ্যার চেয়ে দুই গুণ বেশি জনপ্রিয়।
সব প্রজন্মের মানুষই এখনো সেই সংবাদ ব্র্যান্ডকে বেশি মূল্য দেয়, যেগুলোর নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতার ইতিহাস রয়েছে—যদিও তারা আগের মতো ঘন ঘন সেগুলো ব্যবহার না-ও করতে পারে।
৪৮টি দেশে প্রায় ১ লাখ মানুষকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
৬ ঘণ্টা আগেশিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
৭ ঘণ্টা আগেগত মাসের (জুনে) শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের একটি ব্যান্ড জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রোফাইল তৈরি করে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান। তবে পরে জানা যায়, এই ব্যান্ডটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। গান, প্রচারণার ছবি ও ব্যাকস্টোরি-সহ সবকিছুই তৈরি হয়েছে...
৮ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
১২ ঘণ্টা আগে