প্রযুক্তিগত ত্রুটির কারণে গুগল তার বেশ কিছু গ্রাহকের ডেটা মুছে ফেলেছে। গুগল ম্যাপসের টাইমলাইন ফিচারে ডেটাগুলো সংরক্ষিত ছিল। ফিচারটি ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করে এবং তাঁরা কোথায় কোথায় গিয়েছেন সেগুলো রেকর্ড করে রাখে।
এ ছাড়া গুগল এই টাইমলাইনে ছবি যুক্ত করার সুযোগও দেয়, যাতে ব্যবহারকারীরা তাঁদের ভ্রমণের একটি ভিজ্যুয়াল রেকর্ড রাখতে পারেন। তবে গত শুক্র ও শনিবার ব্যবহারকারীরা লক্ষ করেন, তাঁদের টাইমলাইনের ডেটা অদৃশ্য হয়ে গেছে।
গুগল বিষয়টি স্বীকার করে বহু ব্যবহারকারীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। ই-মেইলে গুগল জানায়, ‘আমরা একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যার কারণে কিছু ব্যবহারকারীর টাইমলাইন ডেটা মুছে গিয়েছে।’
ই-মেইলটি আরও জানায়, যাঁরা এনক্রিপ্টেড ব্যাকআপের সুবিধা গ্রহণ করেছেন, তাঁরা তাঁদের টাইমলাইন ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। তবে যাঁদের ব্যাকআপ ছিল না, তাঁরা তাঁদের ডেটা পুনরুদ্ধার করতে পারবেন না।
এদিকে যাঁদের ব্যাকআপ ছিল, তাঁরা একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় তথ্য পুনরুদ্ধার করতে পারবেন, যেটি গুগল তাদের ই-মেইলে বিস্তারিতভাবে উল্লেখ করেছে।
তবে এই ‘প্রযুক্তিগত সমস্যা’র প্রকৃতি এবং কতজন ব্যবহারকারীর ডেটা হারিয়ে গেছে, তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।
গুগল এর আগে ব্যবহারকারীদের বিভিন্ন ডেটা হারিয়েছে। ২০২৩ সালে গুগল তার লোকেশন তথ্যের ডিফল্ট ডেটা সংরক্ষণ সময়সীমা ১৮ মাস থেকে ৩ মাসে কমিয়ে দিয়েছিল। তবে এই ঘোষণাটি অনেক ব্যবহারকারীর নজরে আসেনি এবং পরে তাঁদের ডেটা মুছে যাওয়ার জন্য অভিযোগ করেছেন।
গুগল একমাত্র সংস্থা নয়, যারা গ্রাহকদের ডেটা হারিয়েছে। সম্প্রতি ক্লাউড সেবাদাতা কোম্পানি ভিম এবং ক্লাউডফ্লেয়ারও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে।
গুগল ম্যাপস টাইমলাইন ডেটা পুনরুদ্ধার করবেন যেভাবে
কেবল ডেটা আগে থেকেই ক্লাউডে ব্যাকআপ থাকলে গুগল ম্যাপস টাইমলাইন ডেটা পুনরুদ্ধার করা যাবে—
১. গুগল ম্যাপস আপডেট করুন: আপনার গুগল ম্যাপস অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে কি না, তা নিশ্চিত করুন।
২. টাইমলাইন অ্যাকসেস করুন: গুগল ম্যাপস অ্যাপটি খুলুন, আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন এবং ‘ইউওর টাইমলাইন’ নির্বাচন করুন।
৩. ব্যাকআপ পুনরুদ্ধার করুন: স্ক্রিনের ওপরে ক্লাউড আইকনে ট্যাপ করুন এবং আপনার ডেটা পুনরুদ্ধারের জন্য একটি ব্যাকআপ নির্বাচন করুন।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
প্রযুক্তিগত ত্রুটির কারণে গুগল তার বেশ কিছু গ্রাহকের ডেটা মুছে ফেলেছে। গুগল ম্যাপসের টাইমলাইন ফিচারে ডেটাগুলো সংরক্ষিত ছিল। ফিচারটি ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করে এবং তাঁরা কোথায় কোথায় গিয়েছেন সেগুলো রেকর্ড করে রাখে।
এ ছাড়া গুগল এই টাইমলাইনে ছবি যুক্ত করার সুযোগও দেয়, যাতে ব্যবহারকারীরা তাঁদের ভ্রমণের একটি ভিজ্যুয়াল রেকর্ড রাখতে পারেন। তবে গত শুক্র ও শনিবার ব্যবহারকারীরা লক্ষ করেন, তাঁদের টাইমলাইনের ডেটা অদৃশ্য হয়ে গেছে।
গুগল বিষয়টি স্বীকার করে বহু ব্যবহারকারীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। ই-মেইলে গুগল জানায়, ‘আমরা একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যার কারণে কিছু ব্যবহারকারীর টাইমলাইন ডেটা মুছে গিয়েছে।’
ই-মেইলটি আরও জানায়, যাঁরা এনক্রিপ্টেড ব্যাকআপের সুবিধা গ্রহণ করেছেন, তাঁরা তাঁদের টাইমলাইন ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। তবে যাঁদের ব্যাকআপ ছিল না, তাঁরা তাঁদের ডেটা পুনরুদ্ধার করতে পারবেন না।
এদিকে যাঁদের ব্যাকআপ ছিল, তাঁরা একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় তথ্য পুনরুদ্ধার করতে পারবেন, যেটি গুগল তাদের ই-মেইলে বিস্তারিতভাবে উল্লেখ করেছে।
তবে এই ‘প্রযুক্তিগত সমস্যা’র প্রকৃতি এবং কতজন ব্যবহারকারীর ডেটা হারিয়ে গেছে, তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।
গুগল এর আগে ব্যবহারকারীদের বিভিন্ন ডেটা হারিয়েছে। ২০২৩ সালে গুগল তার লোকেশন তথ্যের ডিফল্ট ডেটা সংরক্ষণ সময়সীমা ১৮ মাস থেকে ৩ মাসে কমিয়ে দিয়েছিল। তবে এই ঘোষণাটি অনেক ব্যবহারকারীর নজরে আসেনি এবং পরে তাঁদের ডেটা মুছে যাওয়ার জন্য অভিযোগ করেছেন।
গুগল একমাত্র সংস্থা নয়, যারা গ্রাহকদের ডেটা হারিয়েছে। সম্প্রতি ক্লাউড সেবাদাতা কোম্পানি ভিম এবং ক্লাউডফ্লেয়ারও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে।
গুগল ম্যাপস টাইমলাইন ডেটা পুনরুদ্ধার করবেন যেভাবে
কেবল ডেটা আগে থেকেই ক্লাউডে ব্যাকআপ থাকলে গুগল ম্যাপস টাইমলাইন ডেটা পুনরুদ্ধার করা যাবে—
১. গুগল ম্যাপস আপডেট করুন: আপনার গুগল ম্যাপস অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে কি না, তা নিশ্চিত করুন।
২. টাইমলাইন অ্যাকসেস করুন: গুগল ম্যাপস অ্যাপটি খুলুন, আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন এবং ‘ইউওর টাইমলাইন’ নির্বাচন করুন।
৩. ব্যাকআপ পুনরুদ্ধার করুন: স্ক্রিনের ওপরে ক্লাউড আইকনে ট্যাপ করুন এবং আপনার ডেটা পুনরুদ্ধারের জন্য একটি ব্যাকআপ নির্বাচন করুন।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
৬ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৭ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
৮ ঘণ্টা আগে