অনলাইন ডেস্ক
অ্যাপলের আসন্ন আইওএস ১৬ আপডেট ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন লিকুইড গ্লাস ডিজাইন ও আইফোন ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন ছাড়াও এবার ফেসটাইমে যুক্ত হচ্ছে এক ব্যতিক্রমী নিরাপত্তা ফিচার। এবার ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে কল পজ বা থামিয়ে দেবে ফেসটাইম। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে ফিচারটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, আইওএস২৬-এর বেটা সংস্করণে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফেসটাইম ভিডিও কলে নগ্নতা শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সেই কল পজ করে দেয়। এতে ভিডিও ও অডিও—উভয়ই থেমে যায় এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখায়—‘আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তিবোধ করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
একবার ভিডিও কলটি কেটে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে আবার কল দিতে পারবেন।
গত ৯ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর মূল বক্তব্যে (কি-নোট) পারিবারিক নিরাপত্তা ফিচারগুলোর উন্নয়নের কথা জানানো হয়েছিল। ওই সময় জানানো হয়, কমিউনিকেশন সেফটির আওতায় এবার ফেসটাইম কলেও সুরক্ষা ফিচার যুক্ত হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল, এই ফিচার কেবল শিশু-কিশোর অ্যাকাউন্ট বা ফ্যামিলি শেয়ারিংয়ের আওতাভুক্ত ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে।
তবে বর্তমান বেটা সংস্করণে দেখা যাচ্ছে, সব ধরনের অ্যাকাউন্টেই এই ফিচার সক্রিয় রয়েছে।
অ্যাপল আগেই নিশ্চিত করেছিল, ফটোস অ্যাপে শেয়ারড অ্যালবামসে সংবেদনশীল ছবি থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়া হবে।
ফেসটাইমে নগ্নতা শনাক্ত করে ভিডিও পজ করার এই উদ্যোগ অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং ও নিরাপত্তা নিশ্চিতকরণ প্রচেষ্টারই অংশ। তবে ফিচারটি চূড়ান্ত সংস্করণে সব ব্যবহারকারীর জন্য চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। আপাতত যাঁরা আইওএস২৬-এর বেটা সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা ফেসটাইমে কোনো ‘সংবেদনশীল’ দৃশ্য দেখালেই হঠাৎ ভিডিও ও অডিও বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন।
এ বছর নতুন আইফোনের সঙ্গে আইওএস২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ উন্মোচনের সময় অ্যাপল এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপলের আসন্ন আইওএস ১৬ আপডেট ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন লিকুইড গ্লাস ডিজাইন ও আইফোন ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন ছাড়াও এবার ফেসটাইমে যুক্ত হচ্ছে এক ব্যতিক্রমী নিরাপত্তা ফিচার। এবার ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে কল পজ বা থামিয়ে দেবে ফেসটাইম। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে ফিচারটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, আইওএস২৬-এর বেটা সংস্করণে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফেসটাইম ভিডিও কলে নগ্নতা শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সেই কল পজ করে দেয়। এতে ভিডিও ও অডিও—উভয়ই থেমে যায় এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখায়—‘আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তিবোধ করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
একবার ভিডিও কলটি কেটে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে আবার কল দিতে পারবেন।
গত ৯ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর মূল বক্তব্যে (কি-নোট) পারিবারিক নিরাপত্তা ফিচারগুলোর উন্নয়নের কথা জানানো হয়েছিল। ওই সময় জানানো হয়, কমিউনিকেশন সেফটির আওতায় এবার ফেসটাইম কলেও সুরক্ষা ফিচার যুক্ত হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল, এই ফিচার কেবল শিশু-কিশোর অ্যাকাউন্ট বা ফ্যামিলি শেয়ারিংয়ের আওতাভুক্ত ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে।
তবে বর্তমান বেটা সংস্করণে দেখা যাচ্ছে, সব ধরনের অ্যাকাউন্টেই এই ফিচার সক্রিয় রয়েছে।
অ্যাপল আগেই নিশ্চিত করেছিল, ফটোস অ্যাপে শেয়ারড অ্যালবামসে সংবেদনশীল ছবি থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়া হবে।
ফেসটাইমে নগ্নতা শনাক্ত করে ভিডিও পজ করার এই উদ্যোগ অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং ও নিরাপত্তা নিশ্চিতকরণ প্রচেষ্টারই অংশ। তবে ফিচারটি চূড়ান্ত সংস্করণে সব ব্যবহারকারীর জন্য চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। আপাতত যাঁরা আইওএস২৬-এর বেটা সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা ফেসটাইমে কোনো ‘সংবেদনশীল’ দৃশ্য দেখালেই হঠাৎ ভিডিও ও অডিও বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন।
এ বছর নতুন আইফোনের সঙ্গে আইওএস২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ উন্মোচনের সময় অ্যাপল এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার প্রবণতা ক্রমাগত বাড়ছে। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, ব্যক্তিগত নিরাপত্তা এবং মনোযোগ ধরে রাখার জন্য নিজেরাই এমন সিদ্ধান্ত নিচ্ছে। নতুন এক সমীক্ষা থেকে জানা যায়, তারা মা-বাবার ওপর নির্ভর না করে নিজস্ব সচেতনতা থেকেই এমন উদ্যোগ নিচ্ছে
১৩ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ার বার্কলিতে ঘটে যায় গণিতের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। গোপনীয়তা রক্ষা করে সেখানে জড়ো হন বিশ্বের শীর্ষস্থানীয় ৩০ জন গণিতবিদ। যুক্তরাজ্যসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই গুণীজনেরা অংশ নেন একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায়। এতে গণিতবিদদের প্রতিপক্ষ ছিল—একটি
১৬ ঘণ্টা আগেপানির ভেতরে থ্রিডি প্রিন্টিংয়ের অভিনব কৌশল উদ্ভাবন করলেন ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) একদল গবেষক। বিজ্ঞানীরা দেখিয়েছেন, কীভাবে গাছ থেকে তৈরি ‘প্লাস্টিক’ ও পেনসিলের গ্রাফাইট ব্যবহার করে পানি ভেতরে ৩ডি প্রিন্টিংয়ের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহী উপাদান বানানো সম্ভব।
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট গ্রোক–এর ইহুদিবিদ্বেষী একাধিক মন্তব্যের পর’-দুঃখ প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআই। গত শনিবার এক পোস্টে এক্সএআইএর পক্ষ থেকে জানানো হয়, ‘অনেকেই যে ‘ভয়াবহ আচরণের’ (গ্রোকের) সম্মুখীন হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
২০ ঘণ্টা আগে