অনলাইন ডেস্ক
ম্যাসেজিং অভিজ্ঞতাকে আরও মজাদার এবং ইচ্ছামতো ব্যবহারের জন্য বিভিন্ন থিম ব্যবহারের সুযোগ দিয়েছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন প্যাটার্ন এবং রং থেকে পছন্দমতো চ্যাট থিম বাছাই করতে পারেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রামে চ্যাট থিম যেভাবে কাজ করে
ইনস্টাগ্রাম চ্যাট থিম হলো ডাইরেক্ট মেসেজের পরিবর্তনযোগ্য ব্যাকগ্রাউন্ড। চ্যাট বাবল এবং টেক্সটের ধরন পরিবর্তন করতে পারে প্রতিটি থিম। এগুলোর মধ্যে রং এবং গ্রেডিয়েন্ট থাকতে পারে অথবা এগুলো কোনো ইভেন্ট, মুড বা আগ্রহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
থিম পরিবর্তন করলে চ্যাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন ডিজাইনটি দেখতে পাবে। তারা তাদের দিক থেকেও থিম পরিবর্তন করতে পারে। ইনস্টাগ্রামে ২০টিরও বেশি থিমের তালিকা থেকে পছন্দ মতো থিম নির্বাচন করা যাবে।
ইনস্টাগ্রামে চ্যাট থিম পরিবর্তন করবেন যেভাবে
যখন আপনি আপনার ইনস্টাগ্রাম চ্যাট থিম পরিবর্তন করবেন, তখন তা আপনার অ্যাকাউন্টে সাইন ইন করা সমস্ত ডিভাইসে দেখাবে। এই পদ্ধতি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য একই। ওয়েব অ্যাপ ও ডেস্কটপ সংস্করণে এই ফিচারটি নেই। এ ছাড়া, একবারে সব চ্যাটের জন্য থিম পরিবর্তন করা যাবে না। প্রতিটি চ্যাটের জন্য আলাদাভাবে থিম পরিবর্তন করতে হবে।
ইনস্টাগ্রাম চ্যাট থিম পরিবর্তনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে (পেপার প্লেন বা মেসেঞ্জার আইকন) ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের থিম পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।
৪. স্ক্রিনের ওপরের অংশে থাকা ব্যক্তির নাম বা ইউজারনেমের ওপর ট্যাপ করুন।
৫. এর ফলে একটি নতুন পেজ চালু হবে।
৬. পেজ থেকে থিম অপশনে ট্যাপ করুন।
৭. এখন নিচের দিকে স্ক্রল করে সবগুলো থিম দেখে নিন।
৮. যে থিম নির্বাচন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৯. এরপর ডান পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট চ্যাটের জন্য থিম নির্বাচন করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
ম্যাসেজিং অভিজ্ঞতাকে আরও মজাদার এবং ইচ্ছামতো ব্যবহারের জন্য বিভিন্ন থিম ব্যবহারের সুযোগ দিয়েছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন প্যাটার্ন এবং রং থেকে পছন্দমতো চ্যাট থিম বাছাই করতে পারেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রামে চ্যাট থিম যেভাবে কাজ করে
ইনস্টাগ্রাম চ্যাট থিম হলো ডাইরেক্ট মেসেজের পরিবর্তনযোগ্য ব্যাকগ্রাউন্ড। চ্যাট বাবল এবং টেক্সটের ধরন পরিবর্তন করতে পারে প্রতিটি থিম। এগুলোর মধ্যে রং এবং গ্রেডিয়েন্ট থাকতে পারে অথবা এগুলো কোনো ইভেন্ট, মুড বা আগ্রহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
থিম পরিবর্তন করলে চ্যাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন ডিজাইনটি দেখতে পাবে। তারা তাদের দিক থেকেও থিম পরিবর্তন করতে পারে। ইনস্টাগ্রামে ২০টিরও বেশি থিমের তালিকা থেকে পছন্দ মতো থিম নির্বাচন করা যাবে।
ইনস্টাগ্রামে চ্যাট থিম পরিবর্তন করবেন যেভাবে
যখন আপনি আপনার ইনস্টাগ্রাম চ্যাট থিম পরিবর্তন করবেন, তখন তা আপনার অ্যাকাউন্টে সাইন ইন করা সমস্ত ডিভাইসে দেখাবে। এই পদ্ধতি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য একই। ওয়েব অ্যাপ ও ডেস্কটপ সংস্করণে এই ফিচারটি নেই। এ ছাড়া, একবারে সব চ্যাটের জন্য থিম পরিবর্তন করা যাবে না। প্রতিটি চ্যাটের জন্য আলাদাভাবে থিম পরিবর্তন করতে হবে।
ইনস্টাগ্রাম চ্যাট থিম পরিবর্তনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে (পেপার প্লেন বা মেসেঞ্জার আইকন) ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের থিম পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।
৪. স্ক্রিনের ওপরের অংশে থাকা ব্যক্তির নাম বা ইউজারনেমের ওপর ট্যাপ করুন।
৫. এর ফলে একটি নতুন পেজ চালু হবে।
৬. পেজ থেকে থিম অপশনে ট্যাপ করুন।
৭. এখন নিচের দিকে স্ক্রল করে সবগুলো থিম দেখে নিন।
৮. যে থিম নির্বাচন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৯. এরপর ডান পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট চ্যাটের জন্য থিম নির্বাচন করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
তখন কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়। কিন্তু ইন্টারনেটে বাংলা লেখার জন্য সেটি কোনো কাজের ছিল না। ইউনিকোড না থাকায় বিজয় ক্রমেই অকেজো হয়ে পড়ছিল। সেই নতুন সময়ের দাবিতেই এল ‘অভ্র’। মেহদী হাসান খান নামের এক তরুণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করলেন অভ্র সফটওয়্যার।
১ দিন আগেবিশ্বের প্রযুক্তির ইতিহাসে ২০০০ থেকে ২০০৯ সাল ছিল এক বিশাল পরিবর্তনের যুগ। দৈনন্দিন জীবনকে বদলে দেওয়ার পাশাপাশি সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির কাঠামোকেই নতুন করে সাজিয়ে দিয়েছে এই দশকের বেশ কিছু উদ্ভাবন। দুনিয়া কাঁপানো সেই প্রযুক্তিগুলো এক নজরে দেখে নেওয়া যাক...
১ দিন আগেকম্পিউটারভিত্তিক ৭০ শতাংশ পেশা বিলুপ্ত করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। যুক্তরাজ্যের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর ব্যবহারের ওপর সরকারের আরও নজরদারি প্রয়োজন।
১ দিন আগেচীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মোচনের মাধ্যমে এআই খাতে খরচ কমানোর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে আমাজন এক বিস্ফোরক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরেই এআই খাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করার পরিকল্পনা ঘোষণা...
১ দিন আগে