
চীন থেকে বন্দুকের সাইলেন্সার ও যন্ত্রাংশ আমদানির জন্য ব্যবহৃত অন্তত ৩৫০টি ওয়েবসাইট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত বুধবার এক বিবৃতিতে বলা হয়, সেমি-অটোমেটিক পিস্তলগুলোকে পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গানে পরিবর্তন করতে এসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বোস্টনের ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিকে এসব ওয়েবসাইট জব্দ করা হয়েছে। মেশিন গান কনভারশন ডিভাইস অবৈধভাবে বিক্রি ও আমদানির সুযোগ দেওয়া বিভিন্ন ওয়েবসাইট, ব্যবসা ও ব্যক্তিদের ওপর এই তদন্ত পরিচালিত হয়।
প্রসিকিউটররা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ওয়েবসাইটগুলো থেকে গোপনে অস্ত্র-সংক্রান্ত সামগ্রী কিনেছে। এর ফলে চীন থেকে আসা প্যাকেজগুলোতে প্রায়ই এসব পণ্য ভুলভাবে উল্লেখ করা হতো। যেমন–‘গলার হার’ বা ‘খেলনা’ হিসেবে।
প্যাকেজগুলোতে মূলত ‘সুইচেস’ নামে পরিচিত মেশিন গান কনভারশন ডিভাইস বা বন্দুকের সাইলেন্সার থাকত। যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট অনুযায়ী এগুলো আমদানি নিষিদ্ধ।
আদালতের নথিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ওয়েবসাইট নকল পণ্য বিক্রি করছিল। সেই সঙ্গে বন্দুক নির্মাতা ‘গ্লোক ইনক’এর ট্রেডমার্ক ব্যবহার করে দেখানোর চেষ্টা করছিল যে এসব সুইচেস সেই কোম্পানির দিয়ে তৈরি। তবে বাস্তবে সেগুলো গ্লোকের তৈরি নয়।
ম্যাসাচুসেটসের অস্থায়ী ইউএস অ্যাটর্নি জশুয়া লেভি এক বিবৃতিতে বলেন, ‘ডোমেইনগুলো জব্দ করা বিপজ্জনক চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনসাধারণের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে।’
মার্কিন পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের বোস্টন ডিভিশনের ইন্সপেক্টর কেটি লার্কো-ওয়ার্ড বলেছেন, তদন্তের পর ৭০০ এরও বেশি মেশিন গান কনভারশন ডিভাইস, ৮৭টি অবৈধ সাইলেন্সার, ৫৯টি হ্যান্ডগান এবং ৪৬টি লং গান জব্দ করা হয়েছে, পাশাপাশি ৩৫৫টি ওয়েবসাইটও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে মেশিন গান তৈরির জন্য সহজলভ্য ডিভাইসের বিস্তার আমাদের কমিউনিটির জন্য একটি অভিশাপ।’

চীন থেকে বন্দুকের সাইলেন্সার ও যন্ত্রাংশ আমদানির জন্য ব্যবহৃত অন্তত ৩৫০টি ওয়েবসাইট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত বুধবার এক বিবৃতিতে বলা হয়, সেমি-অটোমেটিক পিস্তলগুলোকে পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গানে পরিবর্তন করতে এসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বোস্টনের ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিকে এসব ওয়েবসাইট জব্দ করা হয়েছে। মেশিন গান কনভারশন ডিভাইস অবৈধভাবে বিক্রি ও আমদানির সুযোগ দেওয়া বিভিন্ন ওয়েবসাইট, ব্যবসা ও ব্যক্তিদের ওপর এই তদন্ত পরিচালিত হয়।
প্রসিকিউটররা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ওয়েবসাইটগুলো থেকে গোপনে অস্ত্র-সংক্রান্ত সামগ্রী কিনেছে। এর ফলে চীন থেকে আসা প্যাকেজগুলোতে প্রায়ই এসব পণ্য ভুলভাবে উল্লেখ করা হতো। যেমন–‘গলার হার’ বা ‘খেলনা’ হিসেবে।
প্যাকেজগুলোতে মূলত ‘সুইচেস’ নামে পরিচিত মেশিন গান কনভারশন ডিভাইস বা বন্দুকের সাইলেন্সার থাকত। যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট অনুযায়ী এগুলো আমদানি নিষিদ্ধ।
আদালতের নথিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ওয়েবসাইট নকল পণ্য বিক্রি করছিল। সেই সঙ্গে বন্দুক নির্মাতা ‘গ্লোক ইনক’এর ট্রেডমার্ক ব্যবহার করে দেখানোর চেষ্টা করছিল যে এসব সুইচেস সেই কোম্পানির দিয়ে তৈরি। তবে বাস্তবে সেগুলো গ্লোকের তৈরি নয়।
ম্যাসাচুসেটসের অস্থায়ী ইউএস অ্যাটর্নি জশুয়া লেভি এক বিবৃতিতে বলেন, ‘ডোমেইনগুলো জব্দ করা বিপজ্জনক চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনসাধারণের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে।’
মার্কিন পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের বোস্টন ডিভিশনের ইন্সপেক্টর কেটি লার্কো-ওয়ার্ড বলেছেন, তদন্তের পর ৭০০ এরও বেশি মেশিন গান কনভারশন ডিভাইস, ৮৭টি অবৈধ সাইলেন্সার, ৫৯টি হ্যান্ডগান এবং ৪৬টি লং গান জব্দ করা হয়েছে, পাশাপাশি ৩৫৫টি ওয়েবসাইটও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে মেশিন গান তৈরির জন্য সহজলভ্য ডিভাইসের বিস্তার আমাদের কমিউনিটির জন্য একটি অভিশাপ।’

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
১৩ ঘণ্টা আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
১ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
২ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
২ দিন আগে