আবির আহসান রুদ্র

ইন্টারনেটে সার্চ ফলাফলে সবার ওপরে আছে গুগল। এটা বলে না দিলেও চলে। তবে পৃথিবীতে এটিই একমাত্র সার্চ ইঞ্জিন নয়, এর বিকল্প হিসেবে আছে বেশ কিছু সার্চ ইঞ্জিন।
ডাক ডাক গো
গোপনীয়তার দিক থেকে চিন্তা করলে ডাক ডাক গো গুগলের সেরা বিকল্প। ফিচারেও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে অনেক এগিয়ে আছে এটি। বিনা মূল্যে ব্যবহার করা গেলেও ডাক ডাক গোর পুরো রাজস্ব আসে বিজ্ঞাপন থেকে। গুগল যেখানে বিভিন্ন সময়ের সার্চ হিস্টোরি থেকে তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রচার করে, সেখানে ডাক ডাক গো শুধু সার্চ করার মুহূর্তের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করে।
কাগি
সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের ঝামেলা এড়াতে কাগির চেয়ে ভালো সমাধান নেই। তবে এ জন্য ব্যয় করতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। এর সাবস্ক্রিপশন মডেল এমনভাবে তৈরি, যাতে বিজ্ঞাপন ছাড়াই মানসম্পন্ন তথ্য খুঁজে বের করা যায়।
সার্চ করার পর কোনো ওয়েবসাইটে বারবার ভুল তথ্য দেখালে সেই ওয়েবসাইট পুরোপুরি ব্লক করার সুবিধা আছে কাগিতে। শুধু পডকাস্ট খুঁজে বের করার জন্য আলাদা টুলের ব্যবস্থাও আছে এতে। কাগিতে প্রতি মাসে ৩০০ সার্চের জন্য ব্যয় করতে হবে ৫ ডলার। তবে ইচ্ছেমতো সার্চের জন্য লাগবে ১০ ডলার। এ ছাড়া অর্থ খরচ না করে বিনা মূল্যে ১০০ বার পর্যন্ত ব্যবহার করা যাবে কাগি নামের এই সার্চ ইঞ্জিন।
ব্রেভ
ব্রেভ সার্চ মূলত অ্যাড ব্লকারের জন্য বিখ্যাত ব্রেভ ব্রাউজার টিমের সমন্বয়ে তৈরি। এতে আছে নিজস্ব সার্চ ইনডেক্স। ব্রেভে বিষয়বস্তু ও রাজনৈতিক দিক বিবেচনা করে গুগলের মতো তথ্য ফিল্টারের ফিচার আছে। ব্রেভের সার্চ ইঞ্জিন বেশ ব্যবহারবান্ধব। গুগলের মতো লুকোচুরি না করে, এতে এমনভাবে কোড তৈরি করা হয়েছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সার্চের সুবিধার্থে ব্রেভের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এআই।
ইকোসিয়া
অ্যাডভিত্তিক ও সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ইকোসিয়া সার্চ ইঞ্জিন তাদের সব আয় জলবায়ু পরিবর্তন খাতে দান করে দেয়। অর্থ দানের ক্ষেত্রে তারা বেশ স্বচ্ছ। ব্যবহারকারীরা যাতে আর্থিক প্রতিবেদন পড়তে পারে, সে ব্যবস্থাও রেখেছে প্রতিষ্ঠানটি। ইকোসিয়ার সার্চ ইঞ্জিন বিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। এর কার্যক্ষমতাও বেশ ভালো।
পারপ্ল্যাক্সিটি ডট এআই
পারপ্ল্যাক্সিটি এআইভিত্তিক তথ্য পরিবেশনার পরিবর্তে লিংকসহ বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। এতে প্রথম প্রশ্নের সূত্র ধরে দ্বিতীয় কিংবা তৃতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া যায়। এতে আরও ভালো উত্তরের পাশাপাশি পাওয়া যায় অতিরিক্ত লিংক। ব্যঙ্গাত্মক ও কৌতুকের ক্ষেত্রে পারপ্ল্যাক্সিটি গুগলের এআই বটের চেয়েও ভালো কাজ করে।
সূত্র: লাইফ হ্যাকার

ইন্টারনেটে সার্চ ফলাফলে সবার ওপরে আছে গুগল। এটা বলে না দিলেও চলে। তবে পৃথিবীতে এটিই একমাত্র সার্চ ইঞ্জিন নয়, এর বিকল্প হিসেবে আছে বেশ কিছু সার্চ ইঞ্জিন।
ডাক ডাক গো
গোপনীয়তার দিক থেকে চিন্তা করলে ডাক ডাক গো গুগলের সেরা বিকল্প। ফিচারেও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে অনেক এগিয়ে আছে এটি। বিনা মূল্যে ব্যবহার করা গেলেও ডাক ডাক গোর পুরো রাজস্ব আসে বিজ্ঞাপন থেকে। গুগল যেখানে বিভিন্ন সময়ের সার্চ হিস্টোরি থেকে তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রচার করে, সেখানে ডাক ডাক গো শুধু সার্চ করার মুহূর্তের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করে।
কাগি
সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের ঝামেলা এড়াতে কাগির চেয়ে ভালো সমাধান নেই। তবে এ জন্য ব্যয় করতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। এর সাবস্ক্রিপশন মডেল এমনভাবে তৈরি, যাতে বিজ্ঞাপন ছাড়াই মানসম্পন্ন তথ্য খুঁজে বের করা যায়।
সার্চ করার পর কোনো ওয়েবসাইটে বারবার ভুল তথ্য দেখালে সেই ওয়েবসাইট পুরোপুরি ব্লক করার সুবিধা আছে কাগিতে। শুধু পডকাস্ট খুঁজে বের করার জন্য আলাদা টুলের ব্যবস্থাও আছে এতে। কাগিতে প্রতি মাসে ৩০০ সার্চের জন্য ব্যয় করতে হবে ৫ ডলার। তবে ইচ্ছেমতো সার্চের জন্য লাগবে ১০ ডলার। এ ছাড়া অর্থ খরচ না করে বিনা মূল্যে ১০০ বার পর্যন্ত ব্যবহার করা যাবে কাগি নামের এই সার্চ ইঞ্জিন।
ব্রেভ
ব্রেভ সার্চ মূলত অ্যাড ব্লকারের জন্য বিখ্যাত ব্রেভ ব্রাউজার টিমের সমন্বয়ে তৈরি। এতে আছে নিজস্ব সার্চ ইনডেক্স। ব্রেভে বিষয়বস্তু ও রাজনৈতিক দিক বিবেচনা করে গুগলের মতো তথ্য ফিল্টারের ফিচার আছে। ব্রেভের সার্চ ইঞ্জিন বেশ ব্যবহারবান্ধব। গুগলের মতো লুকোচুরি না করে, এতে এমনভাবে কোড তৈরি করা হয়েছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সার্চের সুবিধার্থে ব্রেভের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এআই।
ইকোসিয়া
অ্যাডভিত্তিক ও সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ইকোসিয়া সার্চ ইঞ্জিন তাদের সব আয় জলবায়ু পরিবর্তন খাতে দান করে দেয়। অর্থ দানের ক্ষেত্রে তারা বেশ স্বচ্ছ। ব্যবহারকারীরা যাতে আর্থিক প্রতিবেদন পড়তে পারে, সে ব্যবস্থাও রেখেছে প্রতিষ্ঠানটি। ইকোসিয়ার সার্চ ইঞ্জিন বিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। এর কার্যক্ষমতাও বেশ ভালো।
পারপ্ল্যাক্সিটি ডট এআই
পারপ্ল্যাক্সিটি এআইভিত্তিক তথ্য পরিবেশনার পরিবর্তে লিংকসহ বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। এতে প্রথম প্রশ্নের সূত্র ধরে দ্বিতীয় কিংবা তৃতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া যায়। এতে আরও ভালো উত্তরের পাশাপাশি পাওয়া যায় অতিরিক্ত লিংক। ব্যঙ্গাত্মক ও কৌতুকের ক্ষেত্রে পারপ্ল্যাক্সিটি গুগলের এআই বটের চেয়েও ভালো কাজ করে।
সূত্র: লাইফ হ্যাকার

ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রোক। যাত্রার শুরু থেকেই বিতর্কের মুখে এই চ্যাটবট। এবার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী-শিশুদের ‘ন্যুড’ ছবি বানিয়ে দেওয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আলোড়ন তুলেছে ব্যবহারকারীরা। গত ডিসেম্বরের শেষ দিকে গ্রোক-এ ‘এডিট ইমেজ’ অপশন চালুর পরই এসব অভিযোগ সামনে আসে।
৫ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কারের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর জন্য মূলত সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্টফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘র্যাম’-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ২০২৬ সালে প্রযুক্তি পণ্যের বাজারকে অস্থির করে তোলার ইঙ্গিত দিচ্
১ দিন আগে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১ দিন আগে