‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল যুক্ত করছে গুগল ফটোজ। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা এবং ছবির আলোর উৎসও পরিবর্তন সম্ভব হবে। এতদিন সীমিত সংখ্যক পিক্সেল স্মার্টফোনে এসব টুল ব্যবহার করা যেত। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের আরও ভার্সনে এসব টুল ব্যবহার করা যাবে।
গুগলের সাবস্ক্রিপশন প্ল্যান গুগল ওয়ানেই এসব টুল ব্যবহারের সুবিধা ছিল। সেকারণে এডিটিং টুলের জন্য গুগলের পিক্সেল গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয়। কিন্তু স্মার্টফোনের বাজারে এসব টুল এর মধ্যে অনেকটা সহজলভ্য হওয়ায় গুগল এআই ফটো এডিটিং ফিচার সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। আগামী ১৫ মে থেকে পর্যায়ক্রমে এসব টুলগুলো বিনামূল্যে ছাড়া হবে।
ম্যাজিক এডিটরের যেসব ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে—
ম্যাজিক ইরেজার: ছবি থেকে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ফেলার জন্য এই টুল ব্যবহার করা যাবে। এআই প্রযুক্তি ব্যবহার করে টুলটি এমনভাবে বস্তুটি সরিয়ে ফেলবে যাতে ছবিতে কোনো অসামঞ্জস্যতা দেখা যাবে না।
ফটো আনব্লার: অস্পষ্ট ছবি স্পষ্ট করতে এই টুল ব্যবহার করা যাবে।
পোর্ট্রেট লাইট: পোর্ট্রেট ছবির আলো নিয়ন্ত্রণ করতে এই টুল ব্যবহার করা যাবে। ফলে ছবির ব্যাকগ্রাউন্ডের চেয়ে ছবির মূল বিষয়বস্তু স্পষ্টভাবে বোঝা যাবে।
তবে এসব টুল ব্যবহারের জন্য ডিভাইসে আধুনিক হার্ডওয়্যার থাকতে হবে। অ্যান্ড্রয়েড ৮ ও আইওএস ১৫ থেকে পরবর্তী যেকোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বিনামূল্যে ব্যবহার করা যাবে এই টুল। আর ক্রোমবুক প্লাস ডিভাইসে ক্রোমওএসের ১১৮ + সংস্করণ থাকতে হবে ও ৩ জিবি র্যাম থাকতে হবে। এছাড়া পিক্সেল ট্যাবলেটেও টুলটি ব্যবহার করা যাবে।
ম্যাজিক ইরেজার টুলটি গত বছর পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনের জন্য উন্মোচন করা হয়। তবে এসব টুল আরও কঠিন ছবি এডিটিং করতে পারে। যেমন: ছবির ভেতরে ফাঁকা অংশগুলো পূরণ করা, ছবির বিষয়বস্তুগুলো জায়গা পরিবর্তন করা ও ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পরিবর্তন আনা। এসব ফোনের ম্যাজিক এডিটরের মাধ্যমে ধূসর আকাশের রং পরিবর্তন করে নীল রং করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ডের মানুষকে মুছে ফেলা যায়।
এই ধরনের ছবি এডিটের জন্য এর আগে ফটোশপের মতো বিভিন্ন এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হতো। এসব এডিট ম্যানুয়ালি করা হতো। তবে এখন এআই এসব কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা প্রতি মাসে গুগল ফটোজে ১০টি ছবি বিনামূল্যে এই টুলের মাধ্যমে এডিট করতে পারবেন। তবে গুগল ওয়ান প্ল্যানের সাবস্ক্রিপশন কিনে ব্যবহারকারীরা ইচ্ছেমতো টুলটি মাধ্যমের ছবি এডিট করতে পারবে।
গুগলের এই সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাজিক টুলের পুরো সেটটি ব্যবহার করতে পারবেন। যার মধ্যে রয়েছে- ম্যাজিক ইরেজার, ফোটো আনব্লার, স্কাই সাজেশন, কালার পপ, এইচডিআর ফটো ও ভিডিও, পোর্ট্রেট ব্লার, পোর্ট্রেট লাইট, সিনেমাটিক ফটোজ, কলাজ এডিটর ও ভিডিও ইফেক্টস ইত্যাদি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল যুক্ত করছে গুগল ফটোজ। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা এবং ছবির আলোর উৎসও পরিবর্তন সম্ভব হবে। এতদিন সীমিত সংখ্যক পিক্সেল স্মার্টফোনে এসব টুল ব্যবহার করা যেত। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের আরও ভার্সনে এসব টুল ব্যবহার করা যাবে।
গুগলের সাবস্ক্রিপশন প্ল্যান গুগল ওয়ানেই এসব টুল ব্যবহারের সুবিধা ছিল। সেকারণে এডিটিং টুলের জন্য গুগলের পিক্সেল গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয়। কিন্তু স্মার্টফোনের বাজারে এসব টুল এর মধ্যে অনেকটা সহজলভ্য হওয়ায় গুগল এআই ফটো এডিটিং ফিচার সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। আগামী ১৫ মে থেকে পর্যায়ক্রমে এসব টুলগুলো বিনামূল্যে ছাড়া হবে।
ম্যাজিক এডিটরের যেসব ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে—
ম্যাজিক ইরেজার: ছবি থেকে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ফেলার জন্য এই টুল ব্যবহার করা যাবে। এআই প্রযুক্তি ব্যবহার করে টুলটি এমনভাবে বস্তুটি সরিয়ে ফেলবে যাতে ছবিতে কোনো অসামঞ্জস্যতা দেখা যাবে না।
ফটো আনব্লার: অস্পষ্ট ছবি স্পষ্ট করতে এই টুল ব্যবহার করা যাবে।
পোর্ট্রেট লাইট: পোর্ট্রেট ছবির আলো নিয়ন্ত্রণ করতে এই টুল ব্যবহার করা যাবে। ফলে ছবির ব্যাকগ্রাউন্ডের চেয়ে ছবির মূল বিষয়বস্তু স্পষ্টভাবে বোঝা যাবে।
তবে এসব টুল ব্যবহারের জন্য ডিভাইসে আধুনিক হার্ডওয়্যার থাকতে হবে। অ্যান্ড্রয়েড ৮ ও আইওএস ১৫ থেকে পরবর্তী যেকোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বিনামূল্যে ব্যবহার করা যাবে এই টুল। আর ক্রোমবুক প্লাস ডিভাইসে ক্রোমওএসের ১১৮ + সংস্করণ থাকতে হবে ও ৩ জিবি র্যাম থাকতে হবে। এছাড়া পিক্সেল ট্যাবলেটেও টুলটি ব্যবহার করা যাবে।
ম্যাজিক ইরেজার টুলটি গত বছর পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনের জন্য উন্মোচন করা হয়। তবে এসব টুল আরও কঠিন ছবি এডিটিং করতে পারে। যেমন: ছবির ভেতরে ফাঁকা অংশগুলো পূরণ করা, ছবির বিষয়বস্তুগুলো জায়গা পরিবর্তন করা ও ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পরিবর্তন আনা। এসব ফোনের ম্যাজিক এডিটরের মাধ্যমে ধূসর আকাশের রং পরিবর্তন করে নীল রং করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ডের মানুষকে মুছে ফেলা যায়।
এই ধরনের ছবি এডিটের জন্য এর আগে ফটোশপের মতো বিভিন্ন এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হতো। এসব এডিট ম্যানুয়ালি করা হতো। তবে এখন এআই এসব কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা প্রতি মাসে গুগল ফটোজে ১০টি ছবি বিনামূল্যে এই টুলের মাধ্যমে এডিট করতে পারবেন। তবে গুগল ওয়ান প্ল্যানের সাবস্ক্রিপশন কিনে ব্যবহারকারীরা ইচ্ছেমতো টুলটি মাধ্যমের ছবি এডিট করতে পারবে।
গুগলের এই সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাজিক টুলের পুরো সেটটি ব্যবহার করতে পারবেন। যার মধ্যে রয়েছে- ম্যাজিক ইরেজার, ফোটো আনব্লার, স্কাই সাজেশন, কালার পপ, এইচডিআর ফটো ও ভিডিও, পোর্ট্রেট ব্লার, পোর্ট্রেট লাইট, সিনেমাটিক ফটোজ, কলাজ এডিটর ও ভিডিও ইফেক্টস ইত্যাদি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
৪ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৫ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
৬ ঘণ্টা আগে