
গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম ‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
এআই মোডে গুগল সার্চের মূল অভিজ্ঞতায় একটি চ্যাটবট যুক্ত হবে, যা বেশ কিছুটা ‘পারপ্লেক্সিটি’ বা ‘চ্যাটজিপিটি সার্চ’-এর মতো কাজ করবে। বর্তমানে এআই মোডটি শুধু ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ এবং এটি ব্যবহার করার জন্য তাদের গুগল সার্চের ‘ল্যাবস’ সেকশনে গিয়ে ফিচারটি চালু করতে হবে। এটি গুগলের জেমিনি ২.০ মডেলের ওপর ভিত্তি করে চলবে।
গুগলে অনুসন্ধান করার সময় আসলে এআই-ভিত্তিক ফলাফল দেখতে চান অনেক ব্যবহারকারী। তাই এআই মোড নিয়ে এসেছে গুগল। এই মোড চালু থাকলে (এটি সার্চ পেজে বা গুগল অ্যাপে একটি ট্যাব হিসেবে থাকবে, যেমন: ইমেজেস বা নিউজ ট্যাবের মতো) ব্যবহারকারীর প্রশ্নের উত্তর এআই দিয়ে তৈরি হবে। গুগলের সার্চ ইনডেক্সের ওপর ভিত্তি করে তৈরি হবে এসব উত্তর এবং মাঝে মাঝে কিছু সহায়ক লিংক দেখানো হবে। এই ফিচার কিছুটা ‘জেমিনি’ বা অন্য যেকোনো চ্যাটবটের মতো। তবে এটি একটি সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত। এর ফলে ফিচারটি রিয়েল টাইম তথ্য দেখাতে পারবে।
এ ছাড়া গুগল সার্চের এআই ওভারভিউ ফিচারটিরও নতুন সংস্করণ নিয়ে আসা হয়েছে। এমনকি যাঁরা গুগলে লগইন করেননি, এখন তাঁরাও এই ফিচার দেখতে পাবেন। তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
গুগলের এআই ওভারভিউ কোম্পানিটির সার্চ সিস্টেমে এআই-ভিত্তিক কনটেন্টের গুরুত্ব আরও বাড়াচ্ছে। এর আগে গুগলের এআই ‘পাথর খেতে’ এবং ‘পিৎজা আঠা লাগানোর’ মতো কিছু উদ্ভট পরামর্শ দিয়েছিল। তবে বর্তমানে নিজস্ব মডেলগুলোর ওপর আত্মবিশ্বাসী গুগল।
গুগল সার্চ দলের প্রোডাক্ট ভিপি রবি স্টেইন জানান, ‘আমরা যে তথ্য পেয়েছি, তা থেকে স্পষ্ট যে, এআই ওভারভিউ ব্যবহারকারীদের নতুন ধরনের প্রশ্ন করার দিকে উদ্বুদ্ধ করছে, যেগুলো আগে হয়তো একটু কঠিন ছিল। তিনি আরও জানান, গুগল বর্তমানে তাদের জেমিনি ২.০ মডেল ব্যবহার করছে, যা গাণিতিক প্রশ্ন, কোডিং এবং আরও জটিল যুক্তি প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নগুলোর জন্য আরও কার্যকরী হবে।
এ ছাড়া, গুগল তাদের এআই সিস্টেমগুলো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য এটি আগের মতো গুরুত্ব দিচ্ছে না।
তবে এসব অভিযোগের বিরোধিতা করে স্টেইন বলেন, ‘এআই ওভারভিউ ব্যবহারকারীদের কাছে প্রাসঙ্গিক তথ্য দেয় এবং যখন কেউ ওয়েবসাইটে ক্লিক করে, তখন তারা সেই ওয়েবসাইটে বেশি সময় কাটায়। ফলে, তারা সেগুলোর ভালো গ্রাহক হয়ে উঠবে। কারণ তাদের কাছে আগেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে।’
স্টেইন আরও বলেন, এআই মোড গুগল সার্চের সম্পূর্ণ রূপান্তর নয়। কারণ ব্যবহারকারীরা অনেক ধরনের কাজের জন্য গুগল সার্চ ব্যবহার করেন। তাই সবকিছুই চ্যাটবট দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তবে এ কথা অস্বীকার করা যায় না যে, গুগলের এআই ফিচার এখন সার্চের পুরো পদ্ধতিকে ঘিরে নেবে এবং দ্রুততার সঙ্গে গুগলের সার্চ অভিজ্ঞতাকে পাল্টে ফেলবে।
তথসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস

গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম ‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
এআই মোডে গুগল সার্চের মূল অভিজ্ঞতায় একটি চ্যাটবট যুক্ত হবে, যা বেশ কিছুটা ‘পারপ্লেক্সিটি’ বা ‘চ্যাটজিপিটি সার্চ’-এর মতো কাজ করবে। বর্তমানে এআই মোডটি শুধু ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ এবং এটি ব্যবহার করার জন্য তাদের গুগল সার্চের ‘ল্যাবস’ সেকশনে গিয়ে ফিচারটি চালু করতে হবে। এটি গুগলের জেমিনি ২.০ মডেলের ওপর ভিত্তি করে চলবে।
গুগলে অনুসন্ধান করার সময় আসলে এআই-ভিত্তিক ফলাফল দেখতে চান অনেক ব্যবহারকারী। তাই এআই মোড নিয়ে এসেছে গুগল। এই মোড চালু থাকলে (এটি সার্চ পেজে বা গুগল অ্যাপে একটি ট্যাব হিসেবে থাকবে, যেমন: ইমেজেস বা নিউজ ট্যাবের মতো) ব্যবহারকারীর প্রশ্নের উত্তর এআই দিয়ে তৈরি হবে। গুগলের সার্চ ইনডেক্সের ওপর ভিত্তি করে তৈরি হবে এসব উত্তর এবং মাঝে মাঝে কিছু সহায়ক লিংক দেখানো হবে। এই ফিচার কিছুটা ‘জেমিনি’ বা অন্য যেকোনো চ্যাটবটের মতো। তবে এটি একটি সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত। এর ফলে ফিচারটি রিয়েল টাইম তথ্য দেখাতে পারবে।
এ ছাড়া গুগল সার্চের এআই ওভারভিউ ফিচারটিরও নতুন সংস্করণ নিয়ে আসা হয়েছে। এমনকি যাঁরা গুগলে লগইন করেননি, এখন তাঁরাও এই ফিচার দেখতে পাবেন। তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
গুগলের এআই ওভারভিউ কোম্পানিটির সার্চ সিস্টেমে এআই-ভিত্তিক কনটেন্টের গুরুত্ব আরও বাড়াচ্ছে। এর আগে গুগলের এআই ‘পাথর খেতে’ এবং ‘পিৎজা আঠা লাগানোর’ মতো কিছু উদ্ভট পরামর্শ দিয়েছিল। তবে বর্তমানে নিজস্ব মডেলগুলোর ওপর আত্মবিশ্বাসী গুগল।
গুগল সার্চ দলের প্রোডাক্ট ভিপি রবি স্টেইন জানান, ‘আমরা যে তথ্য পেয়েছি, তা থেকে স্পষ্ট যে, এআই ওভারভিউ ব্যবহারকারীদের নতুন ধরনের প্রশ্ন করার দিকে উদ্বুদ্ধ করছে, যেগুলো আগে হয়তো একটু কঠিন ছিল। তিনি আরও জানান, গুগল বর্তমানে তাদের জেমিনি ২.০ মডেল ব্যবহার করছে, যা গাণিতিক প্রশ্ন, কোডিং এবং আরও জটিল যুক্তি প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নগুলোর জন্য আরও কার্যকরী হবে।
এ ছাড়া, গুগল তাদের এআই সিস্টেমগুলো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য এটি আগের মতো গুরুত্ব দিচ্ছে না।
তবে এসব অভিযোগের বিরোধিতা করে স্টেইন বলেন, ‘এআই ওভারভিউ ব্যবহারকারীদের কাছে প্রাসঙ্গিক তথ্য দেয় এবং যখন কেউ ওয়েবসাইটে ক্লিক করে, তখন তারা সেই ওয়েবসাইটে বেশি সময় কাটায়। ফলে, তারা সেগুলোর ভালো গ্রাহক হয়ে উঠবে। কারণ তাদের কাছে আগেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে।’
স্টেইন আরও বলেন, এআই মোড গুগল সার্চের সম্পূর্ণ রূপান্তর নয়। কারণ ব্যবহারকারীরা অনেক ধরনের কাজের জন্য গুগল সার্চ ব্যবহার করেন। তাই সবকিছুই চ্যাটবট দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তবে এ কথা অস্বীকার করা যায় না যে, গুগলের এআই ফিচার এখন সার্চের পুরো পদ্ধতিকে ঘিরে নেবে এবং দ্রুততার সঙ্গে গুগলের সার্চ অভিজ্ঞতাকে পাল্টে ফেলবে।
তথসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস

গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কারের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এর জন্য মূলত সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্টফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘র্যাম’-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ২০২৬ সালে প্রযুক্তি পণ্যের বাজারকে অস্থির করে তোলার ইঙ্গিত দিচ্
৪ ঘণ্টা আগে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৭ ঘণ্টা আগে
চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৩ দিন আগে