
২০২২, ২০২৩ ও ২০২৪—টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন ইগা শিয়াতেক। আজ রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গেলের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে কোনো পাত্তায় দেননি ২৩ বছর বয়সী এই পোলিশ তারকা। জিতেছেন ৬-২, ৬-১ গেমে।
এ নিয়ে শিয়াতেক ফ্রেঞ্চ ওপেন জিতলেন চারবার। ২০২০ সালে পর শুধু ২০২১ সালে ক্লে কোর্টে শিরোপা জিততে পারেননি। টানা তিন ফ্রেঞ্চ ওপেন জয়ে নতুন কীর্তিও গড়েছেন মেয়েদের শীর্ষ বাছাই। জাস্টিন হেনিনের পর রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গেল প্রথমবার টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন শিয়াতেক। হেনিন এই কীর্তি গড়েছিলেন ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে। শিয়াতেকের মতো এই বেলজিয়ানও চারটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ২০০৩ সালে প্রথমবার ক্লে কোর্ট জয়, পরের বছর শিরোপা ধরে রাখতে পারেননি।
শিয়াতেকের কীর্তি এখানেই শেষ নয়। উন্মুক্ত যুগে মেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে প্যারিসে চারবার শিরোপা জিতলেন তিনি। প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনির বিপক্ষে জয়ের পর ক্লে কোর্টের প্রতি মুগ্ধতায় ঝরল শিয়াতেকের কণ্ঠে, ‘আমি এই জায়গাটিকে ভালোবাসি, এখানে খেলার জন্য আমি প্রতি বছর অপেক্ষা করি।’
রোলাঁ গারোকে ভালো না বেসে উপায় আছে শিয়াতেকের? ক্যারিয়ারে যে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তার চারটিই যে এখানে। একটি ইউএস ওপেন (২০২২)। ফ্রেঞ্চ ওপেন হেনিন ও শিয়াতেকের আগে টানা তিনবার শিরোপা জিতেছেন মনিকা সিলস (১৯৯০, ১৯৯১ ও ১৯৯২)। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরুর পর এই তিনজন ছাড়া মেয়েদের মধ্যে ক্লে কোর্টে ‘থ্রি পিট’ নেই আর কারও।
আজ ফাইনালে শুরুতে পয়েন্ট হারালেও দ্রুত সামলে ওঠেন। পরের ১২ গেমের মধ্যে ১১ জয়ে নিশ্চিত করেন শিরোপা। ফাইনালে হারলেও ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাওলিনির। ১২ নম্বর থেকে উঠে এসেছেন ৭ নম্বরে। ২৮ বছর বয়সী ইতালিয়ান শিয়াতেককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এই খেলায় তোমার সঙ্গে এখানে খেলা খুবই কঠিন। তীব্র ১৫ দিন কাটল এবং আজ খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে নিজেকে সত্যিই অনেক গর্বিত।’

২০২২, ২০২৩ ও ২০২৪—টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন ইগা শিয়াতেক। আজ রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গেলের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে কোনো পাত্তায় দেননি ২৩ বছর বয়সী এই পোলিশ তারকা। জিতেছেন ৬-২, ৬-১ গেমে।
এ নিয়ে শিয়াতেক ফ্রেঞ্চ ওপেন জিতলেন চারবার। ২০২০ সালে পর শুধু ২০২১ সালে ক্লে কোর্টে শিরোপা জিততে পারেননি। টানা তিন ফ্রেঞ্চ ওপেন জয়ে নতুন কীর্তিও গড়েছেন মেয়েদের শীর্ষ বাছাই। জাস্টিন হেনিনের পর রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গেল প্রথমবার টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন শিয়াতেক। হেনিন এই কীর্তি গড়েছিলেন ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে। শিয়াতেকের মতো এই বেলজিয়ানও চারটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ২০০৩ সালে প্রথমবার ক্লে কোর্ট জয়, পরের বছর শিরোপা ধরে রাখতে পারেননি।
শিয়াতেকের কীর্তি এখানেই শেষ নয়। উন্মুক্ত যুগে মেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে প্যারিসে চারবার শিরোপা জিতলেন তিনি। প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনির বিপক্ষে জয়ের পর ক্লে কোর্টের প্রতি মুগ্ধতায় ঝরল শিয়াতেকের কণ্ঠে, ‘আমি এই জায়গাটিকে ভালোবাসি, এখানে খেলার জন্য আমি প্রতি বছর অপেক্ষা করি।’
রোলাঁ গারোকে ভালো না বেসে উপায় আছে শিয়াতেকের? ক্যারিয়ারে যে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তার চারটিই যে এখানে। একটি ইউএস ওপেন (২০২২)। ফ্রেঞ্চ ওপেন হেনিন ও শিয়াতেকের আগে টানা তিনবার শিরোপা জিতেছেন মনিকা সিলস (১৯৯০, ১৯৯১ ও ১৯৯২)। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরুর পর এই তিনজন ছাড়া মেয়েদের মধ্যে ক্লে কোর্টে ‘থ্রি পিট’ নেই আর কারও।
আজ ফাইনালে শুরুতে পয়েন্ট হারালেও দ্রুত সামলে ওঠেন। পরের ১২ গেমের মধ্যে ১১ জয়ে নিশ্চিত করেন শিরোপা। ফাইনালে হারলেও ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাওলিনির। ১২ নম্বর থেকে উঠে এসেছেন ৭ নম্বরে। ২৮ বছর বয়সী ইতালিয়ান শিয়াতেককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এই খেলায় তোমার সঙ্গে এখানে খেলা খুবই কঠিন। তীব্র ১৫ দিন কাটল এবং আজ খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে নিজেকে সত্যিই অনেক গর্বিত।’

জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২ ঘণ্টা আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
২ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩ ঘণ্টা আগে