Ajker Patrika

জয়ে দাবা অলিম্পিয়াড শুরু করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৫৩
জয়ে দাবা অলিম্পিয়াড শুরু করল বাংলাদেশ

জয় দিয়ে ৪৫তম দাবা অলিম্পিয়াড শুরু করেছে বাংলাদেশ। বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে চার বোর্ডেই জয় পায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।

প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেসোথো। নিয়াজ মোরশেদের প্রতিপক্ষ ছিলেন মোকেতে কারাবো। রাজীব, ফাহাদ ও নীড় খেলেছেন লেবাজোয়া শেফে, খালেমা সেচাবাকে ও এমফানে থাবাংকের বিপক্ষে। চার দাবাড়ু নিজ নিজ বোর্ডে জিতেছেন।

নারী বিভাগেও জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। তারা এদিন সেন্ট লুসিয়ার চার দাবাড়ুকে পরাজিত করেন। দুই বোন ওয়াদিফা, ওয়ালিজা, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন আনজুম ও নুসরাত জাহান আলো নিজ নিজ বোর্ডে  জয়োল্লাস করেছেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ প্রথম রাউন্ডে বিশ্রামে ছিলেন।

জয়ে দাবা অলিম্পিয়াড শুরু করল বাংলাদেশ। ছবি: সংগৃহীতএদিকে দাবা অলিম্পিয়াড শেষে  নীড়, ফাহাদ, তাহসিন তাজওয়ার জিয়া, ওয়াদিফা ও ওয়ালিজা বুদাপেস্টেই আরও দুটি টুর্নামেন্টে অংশ নেবেন। টুর্নামেন্টগুলোতে নর্মের আশা রয়েছে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত