Ajker Patrika

৯ বছর পর জাতীয় হকি দলের কোচ মামুন

নিজস্ব প্রতিবেদক
আ ন ম মামুন উর রশীদ। ছবি: সংগৃহীত
আ ন ম মামুন উর রশীদ। ছবি: সংগৃহীত

গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।

মামুনকে চূড়ান্ত করার আগে ৮ কোচের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক কর্নেল রিয়াজুল হাসান হেড কোচ চূড়ান্ত বিষয়ে বলেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের সাক্ষাৎকার নিয়েছি। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করা হয়েছে। মামুনকেই আমাদের যোগ্য মনে হয়েছে।’

এর আগে সবশেষ ২০১৫ সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন মামুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগ টুতে সেবার ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য বয়সভিত্তিক দলেই কাজ করতে দেখা যায় মামুনকে। ৯ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে এই কোচ বলেন, ‘দেশের জন্য কাজ করতে পারা সব সময় সম্মানের। ৯ বছর পর আবার হেড কোচ হলাম। আগে ওয়ার্ল্ড হকি লিগে ছিলাম, এবার এএইচএফ কাপ। এই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আগে এবারও সেটাই লক্ষ্য।’

আগামী এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টটির সবশেষ চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবেন মামুন। জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের হাতে সময় কম। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে আমরা ভালো করার বিষয়ে আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাব আমরা। ’

ক্যাম্প শুরুর আগে আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট। সেই টেস্টের জন্য অবশ্য ডাকা হয়নি দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত