নিজস্ব প্রতিবেদক

গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
মামুনকে চূড়ান্ত করার আগে ৮ কোচের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক কর্নেল রিয়াজুল হাসান হেড কোচ চূড়ান্ত বিষয়ে বলেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের সাক্ষাৎকার নিয়েছি। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করা হয়েছে। মামুনকেই আমাদের যোগ্য মনে হয়েছে।’
এর আগে সবশেষ ২০১৫ সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন মামুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগ টুতে সেবার ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য বয়সভিত্তিক দলেই কাজ করতে দেখা যায় মামুনকে। ৯ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে এই কোচ বলেন, ‘দেশের জন্য কাজ করতে পারা সব সময় সম্মানের। ৯ বছর পর আবার হেড কোচ হলাম। আগে ওয়ার্ল্ড হকি লিগে ছিলাম, এবার এএইচএফ কাপ। এই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আগে এবারও সেটাই লক্ষ্য।’
আগামী এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টটির সবশেষ চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবেন মামুন। জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের হাতে সময় কম। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে আমরা ভালো করার বিষয়ে আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাব আমরা। ’
ক্যাম্প শুরুর আগে আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট। সেই টেস্টের জন্য অবশ্য ডাকা হয়নি দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে।

গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
মামুনকে চূড়ান্ত করার আগে ৮ কোচের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক কর্নেল রিয়াজুল হাসান হেড কোচ চূড়ান্ত বিষয়ে বলেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের সাক্ষাৎকার নিয়েছি। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করা হয়েছে। মামুনকেই আমাদের যোগ্য মনে হয়েছে।’
এর আগে সবশেষ ২০১৫ সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন মামুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগ টুতে সেবার ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য বয়সভিত্তিক দলেই কাজ করতে দেখা যায় মামুনকে। ৯ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে এই কোচ বলেন, ‘দেশের জন্য কাজ করতে পারা সব সময় সম্মানের। ৯ বছর পর আবার হেড কোচ হলাম। আগে ওয়ার্ল্ড হকি লিগে ছিলাম, এবার এএইচএফ কাপ। এই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আগে এবারও সেটাই লক্ষ্য।’
আগামী এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টটির সবশেষ চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবেন মামুন। জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের হাতে সময় কম। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে আমরা ভালো করার বিষয়ে আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাব আমরা। ’
ক্যাম্প শুরুর আগে আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট। সেই টেস্টের জন্য অবশ্য ডাকা হয়নি দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে