নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হলে কমিটিকে স্বীকৃতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচন আয়োজনের পরবর্তী পদক্ষেপও জানাতে বলা হয়েছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই চিঠির জবাব দেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আজকের পত্রিকাকে তানভীর বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা এর জবাব দেব। নির্বাচন করার জন্য তো আমাদের কাউন্সিলর ও ভোটার থাকতে হবে। তাদের অনেকেই এখন পলাতক।’
এ বছর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড আর্চারির এশিয়ান কংগ্রেস হওয়ার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রস্তুত কি না তা জানতে চেয়েছে বিশ্ব আর্চারি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আর্চারি ফেডারেশনের কমিটি। গত ২৭ মার্চ কাজী রাজীব উদ্দিন চপলকে সাধারণ সম্পাদক বানিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হয়। কিন্তু দুই দিন পর সমালোচনার মুখে কমিটিতে সংশোধন আনে ক্রীড়া পরিষদ। নতুন সাধারণ সম্পাদক হন তানভীর।
নতুন কমিটির কথা জানিয়ে ১২ এপ্রিল বিশ্ব আর্চারিকে চিঠি পাঠায় ফেডারেশন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুলিপি চেয়েছে বিশ্ব আর্চারি। আগামী ৬-১১ মে চীনের সাংহাইয়ে হবে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বিশ্বকাপে অংশ নিতে আগামী রোববার চীনে যাবেন বাংলাদেশের আর্চাররা।

আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হলে কমিটিকে স্বীকৃতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচন আয়োজনের পরবর্তী পদক্ষেপও জানাতে বলা হয়েছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই চিঠির জবাব দেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আজকের পত্রিকাকে তানভীর বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা এর জবাব দেব। নির্বাচন করার জন্য তো আমাদের কাউন্সিলর ও ভোটার থাকতে হবে। তাদের অনেকেই এখন পলাতক।’
এ বছর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড আর্চারির এশিয়ান কংগ্রেস হওয়ার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রস্তুত কি না তা জানতে চেয়েছে বিশ্ব আর্চারি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আর্চারি ফেডারেশনের কমিটি। গত ২৭ মার্চ কাজী রাজীব উদ্দিন চপলকে সাধারণ সম্পাদক বানিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হয়। কিন্তু দুই দিন পর সমালোচনার মুখে কমিটিতে সংশোধন আনে ক্রীড়া পরিষদ। নতুন সাধারণ সম্পাদক হন তানভীর।
নতুন কমিটির কথা জানিয়ে ১২ এপ্রিল বিশ্ব আর্চারিকে চিঠি পাঠায় ফেডারেশন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুলিপি চেয়েছে বিশ্ব আর্চারি। আগামী ৬-১১ মে চীনের সাংহাইয়ে হবে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বিশ্বকাপে অংশ নিতে আগামী রোববার চীনে যাবেন বাংলাদেশের আর্চাররা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে