ক্রীড়া ডেস্ক

ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’

ফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব বিশ্বকাপে প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা।
২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। পরের বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। সে হিসেবে তিন বিশ্বকাপের বেশি প্রাইজমানি ক্লাব বিশ্বকাপের।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা কোনো অর্থ না নেবে না দারা। চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এবারের ক্লাব বিশ্বকাপ। ফিফা ঘোষণা, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রাইজমানি ১০০ কোটি ডলার।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাব বিশ্বকাপের অর্থায়নের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছে ফিফা। সম্প্রতি টুর্নামেন্টের সম্প্রচারক ও প্রধান স্পনসরের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছে। এ টুর্নামেন্ট থেকে ২০০ কোটি ডলার আয় করার আশা করছে তারা। পাশাপাশি নিশ্চিত করেছে, মেয়েদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিশ্বজুড়ে ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ কেবল ক্লাব ফুটবলের চূড়াই হবে না, বরং এটি সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যা ক্লাবগুলোকে এমন বড় মাত্রায় উপকৃত করবে, যা অন্য কোনো প্রতিযোগিতা কখনো করেনি। টুর্নামেন্ট থেকে আয় করা সব অর্থ অংশগ্রহণকারী ক্লাব এবং বিশ্বজুড়ে ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। কারণ ফিফা এক ডলারও রাখবে না।’

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
৩ ঘণ্টা আগে