নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তফসিল ঘোষণার পর অন্তত সভাপতি প্রার্থী হিসেবে ইমরুল হাসানের আগমন দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। গতকাল বুধবার ছিল বাফুফে নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন। এদিন সভাপতি পদের জন্য কেউ ফরম সংগ্রহ করেননি। তবে চমক ছিল ইমরুল হাসানের সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন নেওয়া। তাতেই পাল্টে গেল ভোটের মাঠের হিসাব-নিকাশ।
যত দূর জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ফাঁকা মাঠই পাচ্ছেন তাবিথ আউয়াল। গতকাল তাঁর মনোনয়ন ফরম নেওয়ার কথা থাকলেও জরুরি কাজ থাকায় আসতে পারেননি। আজ বাফুফেতে তাবিথ না এলেও তাঁর প্রতিনিধিকে দিয়ে সভাপতির ফরমটা নিতে পারেন। তবে এখন পর্যন্ত তাবিথের প্রতিদ্বন্দ্বী হিসেবে তরফদার রুহুল আমিনকে ভাবা হলেও সেটা কেবলই কাগজে-কলমে। উল্টো কোন পথের পথিক হবেন, তরফদার সেই দিশাই খুঁজে পাচ্ছেন না।
সূত্রের খবর, তরফদারের চাওয়া ছিল তাবিথের সঙ্গে এক প্যানেলে থেকে নির্বাচন করা। কিন্তু তাবিথ বিতর্কিতদের নিয়ে প্যানেল না করার পক্ষেই নাকি মত দিয়েছেন। এর মধ্যে সেটার একটা আভাসও মিলেছে। তরফদারের চাওয়া ছিল তাবিথকে সভাপতি রেখে নিজেই সিনিয়র সহসভাপতি হওয়া। কিন্তু সিনিয়র সহসভাপতি পদ একটাই। আর ওই চেয়ারে ইমরুলকেই চান তাবিথ। সে ক্ষেত্রে তরফদারের সামনে এখন দুটি দুয়ার খোলা—এক. নির্বাচন না করার সিদ্ধান্ত, দুই. এককভাবে বা দু-চারজনকে নিয়ে আংশিক প্যানেল করে নির্বাচনে লড়াই করা।
দ্বিতীয়টির মাধ্যমে তরফদার বাফুফেতে আসতে চাইলে শেষ পর্যন্ত যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ, এখন পর্যন্ত যাঁরা নির্বাচনে আসবেন বলে শোনা যাচ্ছে বা নির্বাচন করবেন বলে ফরম তুলেছেন, তাঁদের বেশির ভাগেরই ‘কাপ্তান’ তাবিথ। তেমনটা হলে নির্বাচনে দাঁড়িয়ে জামানত হারানোরও শঙ্কা রয়েছে তরফদারের। যদিও এখনো তিনি একই সুরে কথা বলছেন। তবে ভোটের মাঠে থাকবেন কি থাকবেন না, সেটা দ্রুতই জানাবেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছেন তরফদার, ‘এখনো তো সময় আছে। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছি। এটা (এক প্যানেল) আলোচনা চলতেছে। আগামী এক-দুই দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন কুড়িটির মতো বিতরণ হয়েছে। এই তালিকায় সহসভাপতি পদে সাবেক ফুটবলার ইকবাল হোসেন, কে স্পোর্টসের ফাহাদ করীম ও রেডিয়্যান্টের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীও আছেন। এ ছাড়া সদস্যপদে মনোনয়ন ফরম নেন চেনা মুখ মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, সত্যজিৎ দাশ রুপুসহ কয়েকজন।

তফসিল ঘোষণার পর অন্তত সভাপতি প্রার্থী হিসেবে ইমরুল হাসানের আগমন দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। গতকাল বুধবার ছিল বাফুফে নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন। এদিন সভাপতি পদের জন্য কেউ ফরম সংগ্রহ করেননি। তবে চমক ছিল ইমরুল হাসানের সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন নেওয়া। তাতেই পাল্টে গেল ভোটের মাঠের হিসাব-নিকাশ।
যত দূর জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ফাঁকা মাঠই পাচ্ছেন তাবিথ আউয়াল। গতকাল তাঁর মনোনয়ন ফরম নেওয়ার কথা থাকলেও জরুরি কাজ থাকায় আসতে পারেননি। আজ বাফুফেতে তাবিথ না এলেও তাঁর প্রতিনিধিকে দিয়ে সভাপতির ফরমটা নিতে পারেন। তবে এখন পর্যন্ত তাবিথের প্রতিদ্বন্দ্বী হিসেবে তরফদার রুহুল আমিনকে ভাবা হলেও সেটা কেবলই কাগজে-কলমে। উল্টো কোন পথের পথিক হবেন, তরফদার সেই দিশাই খুঁজে পাচ্ছেন না।
সূত্রের খবর, তরফদারের চাওয়া ছিল তাবিথের সঙ্গে এক প্যানেলে থেকে নির্বাচন করা। কিন্তু তাবিথ বিতর্কিতদের নিয়ে প্যানেল না করার পক্ষেই নাকি মত দিয়েছেন। এর মধ্যে সেটার একটা আভাসও মিলেছে। তরফদারের চাওয়া ছিল তাবিথকে সভাপতি রেখে নিজেই সিনিয়র সহসভাপতি হওয়া। কিন্তু সিনিয়র সহসভাপতি পদ একটাই। আর ওই চেয়ারে ইমরুলকেই চান তাবিথ। সে ক্ষেত্রে তরফদারের সামনে এখন দুটি দুয়ার খোলা—এক. নির্বাচন না করার সিদ্ধান্ত, দুই. এককভাবে বা দু-চারজনকে নিয়ে আংশিক প্যানেল করে নির্বাচনে লড়াই করা।
দ্বিতীয়টির মাধ্যমে তরফদার বাফুফেতে আসতে চাইলে শেষ পর্যন্ত যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ, এখন পর্যন্ত যাঁরা নির্বাচনে আসবেন বলে শোনা যাচ্ছে বা নির্বাচন করবেন বলে ফরম তুলেছেন, তাঁদের বেশির ভাগেরই ‘কাপ্তান’ তাবিথ। তেমনটা হলে নির্বাচনে দাঁড়িয়ে জামানত হারানোরও শঙ্কা রয়েছে তরফদারের। যদিও এখনো তিনি একই সুরে কথা বলছেন। তবে ভোটের মাঠে থাকবেন কি থাকবেন না, সেটা দ্রুতই জানাবেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছেন তরফদার, ‘এখনো তো সময় আছে। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছি। এটা (এক প্যানেল) আলোচনা চলতেছে। আগামী এক-দুই দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন কুড়িটির মতো বিতরণ হয়েছে। এই তালিকায় সহসভাপতি পদে সাবেক ফুটবলার ইকবাল হোসেন, কে স্পোর্টসের ফাহাদ করীম ও রেডিয়্যান্টের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীও আছেন। এ ছাড়া সদস্যপদে মনোনয়ন ফরম নেন চেনা মুখ মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, সত্যজিৎ দাশ রুপুসহ কয়েকজন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে