নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুযোগ নষ্ট হচ্ছিল পাইকারি হারে। বৃষ্টিভেজা সিলেটের ভারী মাঠে খাবি খেয়েছে মালদ্বীপের ক্লাব ইগলস। আর আবাহনী লিমিটেড হতাশায় নীল একের পর এক সহজ সুযোগ নষ্ট করে। শেষটায় হতাশাটা থাকেনি বাংলাদেশি ক্লাবটির। ক্লাব ইগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে অফে চলে গেছে আবাহনী।
সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি কাপের প্রাক্-বাছাইয়ে ক্লাব ইগলসকে ২-১ গোলে হারিয়েছে ২০১৯ সালে এই টুর্নামেন্টে জোনাল সেমিফাইনালে খেলা আবাহনী। এই জয়ে প্লে অফ নিশ্চিত মারিও লেমোসের দলের। ২২ আগস্ট প্লে অফে আবাহনীর প্রতিপক্ষ ভারতের মোহনবাগান কিংবা নেপালের মাচ্চিন্দ্রা এফসি।
বৃষ্টিভেজা সিলেটের ভারী মাঠকে আশীর্বাদ হিসেবেই দেখেছিলেন আবাহনী কোচ মারিও লেমোস। সেই ভারী মাঠটাই ইগলসের বিপক্ষে এগিয়ে দিয়েছে আকাশি-নীলদের। কাদাভরা মাঠে ইগলসের ফুটবলাররা স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। সেই সুযোগে ছড়ি ঘুরিয়েছে আবাহনী।
ম্যাচের শুরু থেকেই আবাহনীর আক্রমণ। ৫ মিনিটে মুজাফরোভজন মুজাফররভের একটি প্রচেষ্টা ইগলস গোলরক্ষক হাত উঁচিয়ে গোল হতে দেননি। ১৫ মিনিটে আবারও সেই মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শট ইগলস গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
আক্রমণাত্মক ফুটবল ধরে রেখে গোলের দেখা পায় আবাহনী। ২০ মিনিটে ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট লাফিয়ে হেডে বল জড়িয়ে দেন জালে।
প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। ৪৫ মিনিটে ওজুকু ডেভিডের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি।
দ্বিতীয়ার্ধেও আবাহনীর সুযোগ নষ্টের মহড়া। ৫২ মিনিটে মুজাফররভের ফ্রি কিক থেকে মিলাদ শেখের শট পোস্টে থাকেনি। ৫৫ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের আরেকটি শটও অল্পে হয় লক্ষ্যভ্রষ্ট।
আবাহনী না পারলেও মালদ্বীপের ইগলস কিন্তু ক্রমেই ক্ষুরধার হয়েছে আবাহনীর অর্ধে। ৬১ মিনিটে সমতাও ফিরেছিল দলটি। বক্সে ওত পেতে থাকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভান কার্লোস বল জালে ঠেললেও অফসাইডে বাতিল হয় সেই গোল।
তবে দুই মিনিট পর ঠিকই দারুণ এক গোলে সমতায় ফেরে ইগলস। ৬৩ মিনিটে মেসিডোনিয়ান মিডফিল্ডার মিলোভান পেত্রোভিচের ফ্রি কিক থেকে দারুণ এক প্লেসিং ভলিতে আবাহনী শিবিরকে স্তব্ধ করে দেন ইগলস অধিনায়ক আহমেদ রিজুভান।
সমতায় থাকা ম্যাচে আবাহনীকে আবারও এগিয়ে দেওয়ার সুযোগটাকে নিজেই নষ্ট করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৭৩ মিনিটে নিজেদের অর্ধ থেকে রহমত মিয়ার বাড়ানো বলে ইগলস গোলরক্ষককে একা পেয়েও স্টুয়ার্ট হার মানাতে পারেননি তাঁকে। উল্টো ৮১ মিনিটে ইগলসের ইব্রাহিম হুসেনের হেড পোস্টে না লাগলে আবাহনীই বরং ম্যাচ থেকে ছিটকে পড়ত।
পরের মিনিটে দুই দফা সুযোগ নষ্ট করেছেন মিলাদ শেখ। পরপর হেড নিয়েছেন ইগলসের জাল বরাবর। একটি হেডও লক্ষ্যে থাকলে ম্যাচে এগিয়ে যেত আবাহনী।
শেষ পর্যন্ত ৮৯ মিনিটে আকাশি-নীল শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দেন ব্রাজিলিয়ান দানিলো অগুস্তো। মুজাফররভের কর্নার থেকে দানিলোর হেড এবার আর কিছুতেই ঠেকাতে পারেননি ইগলস গোলরক্ষক মোহাম্মেদ শাফেউয়ু।

সুযোগ নষ্ট হচ্ছিল পাইকারি হারে। বৃষ্টিভেজা সিলেটের ভারী মাঠে খাবি খেয়েছে মালদ্বীপের ক্লাব ইগলস। আর আবাহনী লিমিটেড হতাশায় নীল একের পর এক সহজ সুযোগ নষ্ট করে। শেষটায় হতাশাটা থাকেনি বাংলাদেশি ক্লাবটির। ক্লাব ইগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে অফে চলে গেছে আবাহনী।
সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি কাপের প্রাক্-বাছাইয়ে ক্লাব ইগলসকে ২-১ গোলে হারিয়েছে ২০১৯ সালে এই টুর্নামেন্টে জোনাল সেমিফাইনালে খেলা আবাহনী। এই জয়ে প্লে অফ নিশ্চিত মারিও লেমোসের দলের। ২২ আগস্ট প্লে অফে আবাহনীর প্রতিপক্ষ ভারতের মোহনবাগান কিংবা নেপালের মাচ্চিন্দ্রা এফসি।
বৃষ্টিভেজা সিলেটের ভারী মাঠকে আশীর্বাদ হিসেবেই দেখেছিলেন আবাহনী কোচ মারিও লেমোস। সেই ভারী মাঠটাই ইগলসের বিপক্ষে এগিয়ে দিয়েছে আকাশি-নীলদের। কাদাভরা মাঠে ইগলসের ফুটবলাররা স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। সেই সুযোগে ছড়ি ঘুরিয়েছে আবাহনী।
ম্যাচের শুরু থেকেই আবাহনীর আক্রমণ। ৫ মিনিটে মুজাফরোভজন মুজাফররভের একটি প্রচেষ্টা ইগলস গোলরক্ষক হাত উঁচিয়ে গোল হতে দেননি। ১৫ মিনিটে আবারও সেই মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শট ইগলস গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
আক্রমণাত্মক ফুটবল ধরে রেখে গোলের দেখা পায় আবাহনী। ২০ মিনিটে ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট লাফিয়ে হেডে বল জড়িয়ে দেন জালে।
প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। ৪৫ মিনিটে ওজুকু ডেভিডের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি।
দ্বিতীয়ার্ধেও আবাহনীর সুযোগ নষ্টের মহড়া। ৫২ মিনিটে মুজাফররভের ফ্রি কিক থেকে মিলাদ শেখের শট পোস্টে থাকেনি। ৫৫ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের আরেকটি শটও অল্পে হয় লক্ষ্যভ্রষ্ট।
আবাহনী না পারলেও মালদ্বীপের ইগলস কিন্তু ক্রমেই ক্ষুরধার হয়েছে আবাহনীর অর্ধে। ৬১ মিনিটে সমতাও ফিরেছিল দলটি। বক্সে ওত পেতে থাকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভান কার্লোস বল জালে ঠেললেও অফসাইডে বাতিল হয় সেই গোল।
তবে দুই মিনিট পর ঠিকই দারুণ এক গোলে সমতায় ফেরে ইগলস। ৬৩ মিনিটে মেসিডোনিয়ান মিডফিল্ডার মিলোভান পেত্রোভিচের ফ্রি কিক থেকে দারুণ এক প্লেসিং ভলিতে আবাহনী শিবিরকে স্তব্ধ করে দেন ইগলস অধিনায়ক আহমেদ রিজুভান।
সমতায় থাকা ম্যাচে আবাহনীকে আবারও এগিয়ে দেওয়ার সুযোগটাকে নিজেই নষ্ট করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৭৩ মিনিটে নিজেদের অর্ধ থেকে রহমত মিয়ার বাড়ানো বলে ইগলস গোলরক্ষককে একা পেয়েও স্টুয়ার্ট হার মানাতে পারেননি তাঁকে। উল্টো ৮১ মিনিটে ইগলসের ইব্রাহিম হুসেনের হেড পোস্টে না লাগলে আবাহনীই বরং ম্যাচ থেকে ছিটকে পড়ত।
পরের মিনিটে দুই দফা সুযোগ নষ্ট করেছেন মিলাদ শেখ। পরপর হেড নিয়েছেন ইগলসের জাল বরাবর। একটি হেডও লক্ষ্যে থাকলে ম্যাচে এগিয়ে যেত আবাহনী।
শেষ পর্যন্ত ৮৯ মিনিটে আকাশি-নীল শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দেন ব্রাজিলিয়ান দানিলো অগুস্তো। মুজাফররভের কর্নার থেকে দানিলোর হেড এবার আর কিছুতেই ঠেকাতে পারেননি ইগলস গোলরক্ষক মোহাম্মেদ শাফেউয়ু।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৬ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে