Ajker Patrika

বিশ্বকাপে হ্যাটট্রিক করা রামোস এখন পিএসজিতে

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬: ০৬
বিশ্বকাপে হ্যাটট্রিক করা রামোস এখন পিএসজিতে

কাতার বিশ্বকাপে গুলি ছোড়ার ভঙ্গিতে গনসালো রামোসের উদযাপনের কথা অনেকেরই হয়তো মনে রয়েছে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন রামোস। পর্তুগালের তরুণ ফরোয়ার্ড এবার খেলবেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। 

রামোসের সঙ্গে চুক্তির কথা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাকে নিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজিতে যোগ দিতে পেরে রামোস বেশ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে পর্তুগিজ তরুণ ফুটবলার বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া অনেক গর্ব ও খুশির বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্লাব পিএসজি। পিএসজির দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি।’

নতুন মৌসুমে পিএসজির অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এ বছরের জুলাইয়ে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এরপর গালতিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন লুইস এনরিকে। এমনকি লিওনেল মেসিও ছেড়েছেন পিএসজি। মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, লুকাস হার্নান্দেজ, হুগো একিতিকে, রামোসের মতো ফুটবলাররা এবার যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। উসমান দেম্বেলের সঙ্গেও চুক্তির কাছাকাছি রয়েছে পিএসজি। দেম্বেলে ২০১৭ থেকে খেলছেন বার্সেলোনায়।

১২ বছর বয়সে বেনফিকার অ্যাকাডেমি ক্লাবে যোগ দেন রামোস। ২০২০ সালে বেনফিকার মূল দলে তাঁর অভিষেক হয়। পর্তুগিজ ক্লাবটিতে তিন মৌসুমে ১০৬ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আর কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নেমেছিলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। হ্যাটট্রিকের পাশাপাশি ১ গোলে অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত