Ajker Patrika

‘ফাহামিদুল প্রবাসী নয়, আমাদের মতোই বাংলাদেশি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৫, ২২: ১৯
আজ জাতীয় দলের অনুশীলনে দুই সতীর্থের সঙ্গে ফাহামিদুল (বাঁয়ে)। ছবি: বাফুফে
আজ জাতীয় দলের অনুশীলনে দুই সতীর্থের সঙ্গে ফাহামিদুল (বাঁয়ে)। ছবি: বাফুফে

প্রথমে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন হয় ভেন্যু। জাতীয় স্টেডিয়ামে মাঠের ডিজাইনের কাজ চলমান। তাই কাদা মাঠ নষ্ট না করে বসুন্ধরার কিংসের অনুশীলন গ্রাউন্ডে হয় অনুশীলন। হামজা চৌধুরী, শমিত শোমকে ছাড়া ২৪ ফুটবলারকে নিয়ে আজ ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা।

সেখানে বাড়তি নজর ছিলেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক হয়নি তাঁর। তবে ভারতের বিপক্ষে প্রাথমিক দল থেকে তাঁর বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়। সেই ফাহামিদুল নিজেকে প্রমাণ করার জন্য পেয়েছেন আরেকটি সুযোগ। তাঁকে আগের চেয়ে বেশি পরিণত বলে মনে হচ্ছে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের, ‘ফাহামিদুল অবশ্যই মেধাবী খেলোয়াড়। ওই সময় সে সৌদি আরবে খুব কম সময় পেয়েছে। এখনকার ফাহামিদুল আমার এবং কাবরেরার কাছে মনে হচ্ছে, সে অনেকটা প্রস্তুত হয়ে এসেছে যে, সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। দেখা যাক, সে কীভাবে নিজেকে মেলে ধরতে পারে।’

ফাহামিদুলকে অবশ্য প্রবাসী বলতে নারাজ ডিফেন্ডার ইসা ফয়সাল, ‘ফাহামিদুলের সঙ্গে ভালো সময় কাটছে। সে আমাদের মতোই মিশুক। সে যে প্রবাসী, সেটা আমি বলব না। সে বাংলাদেশি খেলোয়াড়, সেটাই বড় কথা।’

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন সমর্থকেরা। টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই গ্যালারিতে সমর্থনের কমতি থাকবে না। টিম মিটিংয়ে এসব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন রহমত মিয়া। তিনি বলেন, ‘সমর্থকেরা আমাদের যে সমর্থন দিচ্ছেন, তাঁদের প্রত্যাশাও অনেক উঁচুতে, আমাদের একটা মিটিং হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আগের মানুষের প্রত্যাশা আর এখনকার মানুষের চাওয়াটা এক জায়গায় নেই। মানুষ, আরও প্রত্যাশা করছে, বেশি চাচ্ছে। আমাদের সবাই আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ ভালো কিছু করার, নিজের জায়গা থেকে যতটুকু মান উন্নত করা যায়, সেই চেষ্টা করবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য সবাই উজ্জীবিত। হাসান বলেন, ‘হাভিয়ের যেটা করে, দলে কার কী দায়িত্ব, আগে কে কী করেছে, কী করা যেত—এগুলোর সঙ্গে একটি অনুপ্রাণিত করার বার্তা দেয়। সবাইকে উজ্জীবিত করার জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য। সামনে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই, সব মিলিয়ে ফুটবল নিয়ে যে আবহ চারদিকে তৈরি হয়েছে, সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত