
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে