
তর্কাতীতভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ ফুটবলারের একজন কিলিয়ান এমবাপ্পে। মেসি ও রোনালদো-পরবর্তী যুগে এমবাপ্পেকে সবাই ফুটবলের ভবিষ্যৎ বললেও অনেকের চোখে তিনিই বর্তমান।
ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা এমবাপ্পে গত বছর জিতেছেন নেশনস লিগ শিরোপাও। তবে যে স্বপ্ন নিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) এসেছিলেন, সেটি এখনো পূরণ করতে পারেননি। প্যারিসের ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটাতে চললেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাঁর। সে কারণে চলতি মৌসুম শেষেই ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি।
তবে আট বছর বয়সী এক ভক্তের কথায় এমবাপ্পের মন গললেও গলতে পারে। কামিলে নামে সেই বালিকা দুরারোগ্য ব্যাধি ‘ভিএসিটিআরএল সিনড্রোম’-এ আক্রান্ত। সম্প্রতি সে এমবাপ্পকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে, ‘প্লিজ এমবাপ্পে, পিএসজিতে থেকে যাও। আরও অনেক দিন আমাদের স্বপ্ন দেখাতে থাকো। আমরা তোমাকে ভালোবাসি।’
প্রিয় ফুটবলারকে এমন অনুরোধ করার পর থেকেই কামিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিগ্রহের শিকার হচ্ছে। বিষয়টি চোখে পড়তেই এমবাপ্পে তীব্র নিন্দা জানিয়েছেন। টুইটারে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, ‘এক শিশুর প্রতি মন্তব্যের হিংস্রতা। মনে হচ্ছে আমরা পাথরের নিচে আঘাত করছি। আমাদের সচেতন হওয়া জরুরি।’
সেই সঙ্গে শিশুটির উদ্দেশে এমবাপ্পে লিখেছেন, ‘ছোট্ট কামিলে, তোমাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। তুমি নিজের মতো করে লড়াই চালিয়ে যাও, তুমি আমাদের সারা জীবনের শিক্ষা দিয়ে যাচ্ছ।’
যদিও প্রতিবাদ জানিয়ে উল্টো বিপাকে পড়েছেন এমবাপ্পে। তাঁর বেড়ে ওঠার শহর বঁদিতে বিশাল এক ম্যুরালে কে বা কারা গ্রাফিতি এঁকে লিখেছে, ‘এমবাপ্পে, তোমার দিন ঘনিয়ে এসেছে।’

তর্কাতীতভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ ফুটবলারের একজন কিলিয়ান এমবাপ্পে। মেসি ও রোনালদো-পরবর্তী যুগে এমবাপ্পেকে সবাই ফুটবলের ভবিষ্যৎ বললেও অনেকের চোখে তিনিই বর্তমান।
ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা এমবাপ্পে গত বছর জিতেছেন নেশনস লিগ শিরোপাও। তবে যে স্বপ্ন নিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) এসেছিলেন, সেটি এখনো পূরণ করতে পারেননি। প্যারিসের ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটাতে চললেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাঁর। সে কারণে চলতি মৌসুম শেষেই ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি।
তবে আট বছর বয়সী এক ভক্তের কথায় এমবাপ্পের মন গললেও গলতে পারে। কামিলে নামে সেই বালিকা দুরারোগ্য ব্যাধি ‘ভিএসিটিআরএল সিনড্রোম’-এ আক্রান্ত। সম্প্রতি সে এমবাপ্পকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে, ‘প্লিজ এমবাপ্পে, পিএসজিতে থেকে যাও। আরও অনেক দিন আমাদের স্বপ্ন দেখাতে থাকো। আমরা তোমাকে ভালোবাসি।’
প্রিয় ফুটবলারকে এমন অনুরোধ করার পর থেকেই কামিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিগ্রহের শিকার হচ্ছে। বিষয়টি চোখে পড়তেই এমবাপ্পে তীব্র নিন্দা জানিয়েছেন। টুইটারে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, ‘এক শিশুর প্রতি মন্তব্যের হিংস্রতা। মনে হচ্ছে আমরা পাথরের নিচে আঘাত করছি। আমাদের সচেতন হওয়া জরুরি।’
সেই সঙ্গে শিশুটির উদ্দেশে এমবাপ্পে লিখেছেন, ‘ছোট্ট কামিলে, তোমাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। তুমি নিজের মতো করে লড়াই চালিয়ে যাও, তুমি আমাদের সারা জীবনের শিক্ষা দিয়ে যাচ্ছ।’
যদিও প্রতিবাদ জানিয়ে উল্টো বিপাকে পড়েছেন এমবাপ্পে। তাঁর বেড়ে ওঠার শহর বঁদিতে বিশাল এক ম্যুরালে কে বা কারা গ্রাফিতি এঁকে লিখেছে, ‘এমবাপ্পে, তোমার দিন ঘনিয়ে এসেছে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে