
দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের।
আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য।
তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা।
তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।
প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত।
১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।

দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের।
আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য।
তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা।
তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।
প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত।
১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে