Ajker Patrika

তৃতীয় ম্যাচেই হার দেখল ‘জাভির-বার্সা’

তৃতীয় ম্যাচেই হার দেখল ‘জাভির-বার্সা’

রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হওয়ার পর লিগে টানা দুই ম্যাচ জিতে ভালো কিছুর বার্তা দিচ্ছিলেন জাভি হার্নান্দেজ। তবে তৃতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেতে হলো বার্সেলোনাকে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালে বেতিসের কাছে ১-০ গোলে হারল কাতালান ক্লাবটি। 

প্রথমার্ধে ছন্নছাড়া বার্সা দ্বিতীয়ার্ধের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেনি। কয়েকটি আক্রমণ পূর্ণতা পায়নি ফিনিশিং দুর্বলতায়। উল্টো এক গোল হজম করে লিগের গুরুত্বপূর্ণ এই সময়ে তিন পয়েন্ট হারাল। ঘরের মাঠে দলের এমন হতশ্রী পারফরম্যান্স ম্যাচজুড়ে জাভির হতাশাই বাড়িয়েছে। 

এদিন শুরুতে গোল হজম করতে পারত বার্সা। তবে সতীর্থের লম্বা ক্রসে হুয়ানমি বার্সা গোলরক্ষক বরাবর হেড করলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে বার্সা সুযোগ পায় মাত্র একটি। ১১ মিনিটের সময় জর্ডি আলবার ক্রসে ফিলিপে কৌতিনহোর শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক। 

 ৩৩ মিনিটের প্রতিপক্ষের জোরালো শটে মাথায় আঘাত পেয়ে তরুণ মিডফিল্ডার রিকি পুজ মাঠ ছাড়লে হতাশা বাড়ে স্বাগতিকদের। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বার্সাকে চেপে ধরে বেতিস। আক্রমণে ধার বাড়াতে ৫৮ মিনিটের সময় জোড়া পরিবর্তন আনে বার্সা। কৌতিনহোকে তুলে উসমান দেম্বেলে ও নিকো গনঞ্জালেসের জায়গায় ফ্রেংকি ডি ইয়ংকে নামান জাভি। তাতে আক্রমণের ধার বাড়লেও গোল ভাগ্য ফেরেনি বার্সার। এই হারে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে স্প্যানিশ জায়ান্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত