
কোচদের চাকরি যাওয়া যেন এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত হোক বা প্রধান কোচ—কেউ না কেউ বরখাস্ত হচ্ছেন। আন্তর্জাতিক, ক্লাব-সব ধরনের ফুটবলেই এমন ঘটনা ঘটছে। এবার রোমার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো।
রোমার হয়ে মরিনহোর এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। ২০২৪-এর হিসেব করলে সব প্রতিযোগিতা মিলে রোমা খেলেছে চার ম্যাচ। চার ম্যাচের মধ্যে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে ১০ জানুয়ারি লাৎসিওর কাছে ১-০ গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রোমার। সর্বশেষ গত পরশু এসি মিলানের বিপক্ষে সিরি ‘আ’ তে ৩-১ গোলে হেরে গিয়েছে রোমা। ২০২৩-২৪ মৌসুমে সিরি ‘আ’ তে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে রোমা। তাতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও তাঁর আগেই বরখাস্ত হয়েছেন মরিনহো। মরিনহোকে কোচি এএস রোমা এক বিবৃতিতে বলেছে, ‘এএস রোমা নিশ্চিত করেছে যে হোসে মরিনহো ও তার পুরো কোচিং স্টাফ তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে চলে যাবে। নতুন কোচিং স্টাফের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।’
নতুন কোচ কে হবেন, তা অবশ্য জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েলি ডি রোসি। তিনি রোমার পছন্দের তালিকায় আছেন এবং এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রোসি ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত রোমায় ৬১৬ ম্যাচ খেলেছেন। ৬৩ গোলের পাশাপাশি ৬০ গোলে অ্যাসিস্ট করেছেন। এর আগে এসপিএএল নামের এক ক্লাবে ২০২২-২৩ মৌসুমে কোচ ছিলেন তিনি।
রোমার আগে টটেনহাম ক্লাবে ছিলেন মরিনহো। টটেনহাম থেকে বরখাস্ত হয়ে ২০২১-এর জুলাইয়ে রোমা ক্লাবের কোচ হয়েছিলেন মরিনহো। তাঁর অধীনে রোমা ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ জেতে রোমা। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তারা। তাঁর অধীনে রোমা ১৩৮ ম্যাচ খেলে জিতেছে ৬৮ ম্যাচ। ৩০ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৪০ ম্যাচ। তবে সিরি ‘আ’ তে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি রোমা। গত দুই মৌসুমেই পয়েন্ট তালিকার ছয়ে থেকে শেষ করেছে তারা। মরিনহোর কাজের প্রতি আগ্রহ ও চেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রোমার মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। ক্লাবটি আরও বলেছে, ‘তাঁর অধীনে আমাদের দারুণ অনেক স্মৃতি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে তৎক্ষণাৎ পরিবর্তন জরুরি ছিল।’

কোচদের চাকরি যাওয়া যেন এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত হোক বা প্রধান কোচ—কেউ না কেউ বরখাস্ত হচ্ছেন। আন্তর্জাতিক, ক্লাব-সব ধরনের ফুটবলেই এমন ঘটনা ঘটছে। এবার রোমার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো।
রোমার হয়ে মরিনহোর এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। ২০২৪-এর হিসেব করলে সব প্রতিযোগিতা মিলে রোমা খেলেছে চার ম্যাচ। চার ম্যাচের মধ্যে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে ১০ জানুয়ারি লাৎসিওর কাছে ১-০ গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রোমার। সর্বশেষ গত পরশু এসি মিলানের বিপক্ষে সিরি ‘আ’ তে ৩-১ গোলে হেরে গিয়েছে রোমা। ২০২৩-২৪ মৌসুমে সিরি ‘আ’ তে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে রোমা। তাতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও তাঁর আগেই বরখাস্ত হয়েছেন মরিনহো। মরিনহোকে কোচি এএস রোমা এক বিবৃতিতে বলেছে, ‘এএস রোমা নিশ্চিত করেছে যে হোসে মরিনহো ও তার পুরো কোচিং স্টাফ তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে চলে যাবে। নতুন কোচিং স্টাফের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।’
নতুন কোচ কে হবেন, তা অবশ্য জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েলি ডি রোসি। তিনি রোমার পছন্দের তালিকায় আছেন এবং এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রোসি ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত রোমায় ৬১৬ ম্যাচ খেলেছেন। ৬৩ গোলের পাশাপাশি ৬০ গোলে অ্যাসিস্ট করেছেন। এর আগে এসপিএএল নামের এক ক্লাবে ২০২২-২৩ মৌসুমে কোচ ছিলেন তিনি।
রোমার আগে টটেনহাম ক্লাবে ছিলেন মরিনহো। টটেনহাম থেকে বরখাস্ত হয়ে ২০২১-এর জুলাইয়ে রোমা ক্লাবের কোচ হয়েছিলেন মরিনহো। তাঁর অধীনে রোমা ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ জেতে রোমা। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তারা। তাঁর অধীনে রোমা ১৩৮ ম্যাচ খেলে জিতেছে ৬৮ ম্যাচ। ৩০ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৪০ ম্যাচ। তবে সিরি ‘আ’ তে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি রোমা। গত দুই মৌসুমেই পয়েন্ট তালিকার ছয়ে থেকে শেষ করেছে তারা। মরিনহোর কাজের প্রতি আগ্রহ ও চেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রোমার মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। ক্লাবটি আরও বলেছে, ‘তাঁর অধীনে আমাদের দারুণ অনেক স্মৃতি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে তৎক্ষণাৎ পরিবর্তন জরুরি ছিল।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ছোটোখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। আইসিসি ইভেন্টের আগমুহূর্তে একের পর এক প্রোটিয়া ক্রিকেটার চোটে পড়ছেন। এই তালিকায় এবার যোগ হলেন ডেভিড মিলার।
৪১ মিনিট আগে
অল্প পুঁজি নিয়েও সিলেট টাইটানসের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল রংপুর রাইডার্স। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। এলিমিনেটরে শেষ বলের নাটকীয়তায় মেহেদি হাসান মিরাজের দলের কাছে ২ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর উইকেট নিয়ে সমালোচনা করেছেন দলটির অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
হারলেই বাদ, জিতলেও ফাইনালে যেতে হলে পেরোতে হবে আরও এক ধাপ—মিরপুরে আজ দুপুরে রংপুর রাইডার্স-সিলেট টাইটানস খেলতে নেমেছে এই সমীকরণ মাথায় নিয়েই। স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও সিলেট-রংপুরের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস।
২ ঘণ্টা আগে
মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
৩ ঘণ্টা আগে