নিজস্ব প্রতিবেদক

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৫ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে