Ajker Patrika

আর্জেন্টিনার জার্সিতে আবার কি তাহলে দেখা যাবে অবসর নেওয়া দি মারিয়াকে

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৩: ০৯
আর্জেন্টিনার জার্সিতে আবার কি তাহলে দেখা যাবে অবসর নেওয়া দি মারিয়াকে

কোপা আমেরিকার ফাইনালে মাঠ ছাড়ার পর অশ্রুসিক্ত আনহেল দি মারিয়ার সেই ছবি এত সহজেই মুছে ফেলা যায়? চলতি সপ্তাহের সোমবার মায়ামির হার্ড রকে তাঁর কান্না ছিল আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলার জন্য। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা দি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা আর্জেন্টিনা দেবে বলে জানা গেছে।

রেকর্ড ১৬ বারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার আপাতত নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়দের পরবর্তী ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই দি মারিয়াকে আর্জেন্টিনা বিদায়ী সংবর্ধনা দেবে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। এমনকি এই ম্যাচে দি মারিয়াকে খেলানো হতে পারে গুঞ্জন চলছে। রেডিও লা রেডকে দেওয়া স্ত্রী হোর্হেলিনা যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে দি মারিয়ার ১১ মিনিট খেলার সম্ভাবনা রয়েছে। হোর্হেলিনা বলেন, ‘এটা খুবই দারুণ এক পদক্ষেপ। তিনি (দি মারিয়া) এবং যারা কোপা আমেরিকায় খেলতে পারেননি, সবার এটা প্রাপ্য। এটা আমি পছন্দ করি এবং আশা করি বাকিরাও করবে।’

এবারের কোপা আমেরিকা শুরুর আগেই দি মারিয়া জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। মায়ামির ফাইনালটি তাঁর জন্য তাই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। ম্যাচের ১১৭ মিনিটে দি মারিয়াকে মাঠ থেকে তুলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচে মারিয়াকে সংবর্ধনা দেওয়ার কথা বললেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) খেলানোর কথা জানায়নি। দি মারিয়াকে নিয়ে ১১ বছরের মেয়ে মিয়া দি মারিয়া পরশু রাতে আবেগঘন এক পোস্ট দিয়েছে।

২০০৮ থেকে শুরু করে ২০২৪—১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দি মারিয়া খেলেছেন ১৪৫ ম্যাচ। করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩২টি। কোপা আমেরিকায় করেছেন ৫ গোল। ২০২১ কোপার পর ২০২২ ফিনালিসিমায় দি মারিয়া করেছেন এক গোল। কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও তাঁর একটি গোল রয়েছে। ধ্রুপদি সেই ফাইনাল জিতে আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপখরা কাটায়। কলম্বিয়ার বিপক্ষে এবারের কোপার ফাইনালে অবশ্য গোল করতে পারেননি দি মারিয়া। লাওতারো মার্তিনেজের অতিরিক্ত সময়ের করা গোলে ১-০ গোলে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল আর্জেন্টিনা।

  

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত