নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন আগেও গুঞ্জন ছিল, ইমরুল হাসান লড়তে পারেন সভাপতি পদে ৷ তবে আজ মনোনয়ন ফরম সংগ্রহের পর পরিষ্কার হলো, তিনি ওই পদে লড়ছেন না, হতে চান বাফুফের সিনিয়র সহসভাপতি। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন আজ দুপুরে তাঁর প্রতিনিধি বাফুফে ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। তার আগে আজ বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলো। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর।
মনোনয়নপত্র নিয়ে এরপর কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির দিন ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
এবারের বাফুফে নির্বাচনে এখন পর্যন্ত সভাপতি প্রার্থী দুজন। ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন এবারের নির্বাচনে না থাকার কথা। সালাহউদ্দিনের ঘোষণার পরই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। কিছুদিন যেতেই বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানান তাবিথ আউয়ালও।

কদিন আগেও গুঞ্জন ছিল, ইমরুল হাসান লড়তে পারেন সভাপতি পদে ৷ তবে আজ মনোনয়ন ফরম সংগ্রহের পর পরিষ্কার হলো, তিনি ওই পদে লড়ছেন না, হতে চান বাফুফের সিনিয়র সহসভাপতি। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন আজ দুপুরে তাঁর প্রতিনিধি বাফুফে ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। তার আগে আজ বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলো। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর।
মনোনয়নপত্র নিয়ে এরপর কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির দিন ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
এবারের বাফুফে নির্বাচনে এখন পর্যন্ত সভাপতি প্রার্থী দুজন। ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন এবারের নির্বাচনে না থাকার কথা। সালাহউদ্দিনের ঘোষণার পরই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। কিছুদিন যেতেই বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানান তাবিথ আউয়ালও।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে