Ajker Patrika

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ক্লাবের ম্যাচ আয়োজন স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২: ১৩
বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনার আতলেতিকো চার্লন। তার আগে খেলেছে ব্রাজিলের এক ক্লাবও। তবে ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবের ম্যাচ হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনার আতলেতিকো চার্লন। তার আগে খেলেছে ব্রাজিলের এক ক্লাবও। তবে ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবের ম্যাচ হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা

একটি টুর্নামেন্ট কীভাবে তামাশায় রূপ নিতে পারে, তা যেন বুঝিয়ে দিল লাতিন বাংলা সুপার কাপ। শুরু থেকেই টুর্নামেন্টটি অব্যবস্থাপনায় ভরপুর। এর মধ্যেই হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার ৫ ডিসেম্বর ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো ও ৮ ডিসেম্বর আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লনের বিপক্ষে ম্যাচ খেলেছে। ১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ক্লাবের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মাঠের বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে একাধিক অনিয়মের কথা তুলে ধরে এক বিবৃতিতে এনএসসি জানিয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এ দুটি শর্ত এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের পূর্বেই পরিশোধ করার বিষয়ে কোনোরূপ ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না।

পরিস্থিতি আরও খারাপ হয় ৮ ডিসেম্বরের ম্যাচ চলাকালে, যখন আয়োজক দলের সদস্যদের হাতে একাধিক সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এনএসসি এটাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছে। এর ফলে ১১ ডিসেম্বর নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয় এবং আয়োজকদের ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচের পূর্ণ আর্থিক হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনএসসি জানিয়েছে, সর্বোপরি ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে ৮ ডিসেম্বরের ম্যাচে আয়োজকদের কিছু উচ্ছৃঙ্খল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। এমতাবস্থায়, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচ আয়োজন আপাতত স্থগিত রাখা এবং ০৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে ৫ ও ৮ ডিসেম্বর আয়োজিত ২ (দুই) টি ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ব্রাজিলের কিংবদন্তি কাফু এবং আর্জেন্টিনার আইকন ক্লদিও কানিজিয়াকে ঘিরে তৈরি করা বিশাল প্রচারণা। তাঁদের নাম ব্যবহার করে ব্যাপক উন্মাদনা তৈরি করা হয়। সেটা প্রভাব ফেলে অনলাইন টিকিট বিক্রিতেও। কিন্তু শেষ পর্যন্ত কোনো তারকাই ঢাকায় আসেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...