
অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এগিয়ে থেকেও এই ড্রয়ে কিছুটা হতাশ চেলসি কোচ থমাস টুখেল। বিশেষ করে রাইটব্যাক রিস জেমসের লাল কার্ড মানতে পারছেন না টুখেল। জেমসের ঘটনায় পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল লিভারপুল। রেফারির এই সিদ্ধান্ত হতাশ করেছে টুখেলকে।
ম্যাচের ২২ মিনিটে জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ১ গোল হজম করেও বলের দখল নিজেদের কাছেই বেশি রেখেছিল লিভারপুল। তবে কোনোভাবেই গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধের একদম শেষ দিকে জটলার মধ্যে উইঙ্গার সাদিও মানের এক শট গোললাইনে দাঁড়িয়ে থেকে আটকাতে গিয়েই ভজকট পাকিয়ে ফেলেন চেলসির রাইট উইংব্যাক জেমস।
মানের শট ঊরু হয়ে হাতে লাগে জেমসের। বল যে শুধু তাঁর হাতে লেগেছে তা নয়। উল্টো বলকে ঠেলে সামনে পাঠিয়ে দিতে চেয়েছিলেন চেলসির এই রাইট উইংব্যাক। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি অ্যান্থনি টেইলর পেনাল্টি দেন। একই সঙ্গে লাল কার্ড দেখিয়ে বের করে দেন জেমসকে।
এ ঘটনায় রেফারিকেই দুষলেন টুখেল। বলেছেন, ‘সিদ্ধান্তটা আমি বুঝতে পারছি, আমি বলছি না, এটা ঠিক ছিল না। কিন্তু শুধু ছবি দেখে যেভাবে রেফারি সিদ্ধান্ত দিয়েছে, সেটা পুরো ব্যাপারটা তুলে ধরে না। আমরা বেঞ্চ থেকেই দেখেছি বল তার (জেমসের) ঊরু হয়ে এসেছে। কিন্তু হাতে লাগাটা ইচ্ছাকৃত ছিল না। আমি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা আরও কিছুক্ষণ আশা করেছিলাম।’
চেলসি দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে লিভারপুল। টুখেলের ভাষ্য, ‘হঠাৎ করে সব বদলে যায়।’ তবে দশজনের দল নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশিও লুকাতে পারেননি টুখেল। বলেছেন, ‘আমি দলকে হয়তো বেশি প্রশংসা করিনি। কিন্তু এটা তো সবাই জানে, ইতিহাদ আর অ্যানফিল্ড থেকে জিতে ফেরা কতটা কঠিন।’

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এগিয়ে থেকেও এই ড্রয়ে কিছুটা হতাশ চেলসি কোচ থমাস টুখেল। বিশেষ করে রাইটব্যাক রিস জেমসের লাল কার্ড মানতে পারছেন না টুখেল। জেমসের ঘটনায় পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল লিভারপুল। রেফারির এই সিদ্ধান্ত হতাশ করেছে টুখেলকে।
ম্যাচের ২২ মিনিটে জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ১ গোল হজম করেও বলের দখল নিজেদের কাছেই বেশি রেখেছিল লিভারপুল। তবে কোনোভাবেই গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধের একদম শেষ দিকে জটলার মধ্যে উইঙ্গার সাদিও মানের এক শট গোললাইনে দাঁড়িয়ে থেকে আটকাতে গিয়েই ভজকট পাকিয়ে ফেলেন চেলসির রাইট উইংব্যাক জেমস।
মানের শট ঊরু হয়ে হাতে লাগে জেমসের। বল যে শুধু তাঁর হাতে লেগেছে তা নয়। উল্টো বলকে ঠেলে সামনে পাঠিয়ে দিতে চেয়েছিলেন চেলসির এই রাইট উইংব্যাক। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি অ্যান্থনি টেইলর পেনাল্টি দেন। একই সঙ্গে লাল কার্ড দেখিয়ে বের করে দেন জেমসকে।
এ ঘটনায় রেফারিকেই দুষলেন টুখেল। বলেছেন, ‘সিদ্ধান্তটা আমি বুঝতে পারছি, আমি বলছি না, এটা ঠিক ছিল না। কিন্তু শুধু ছবি দেখে যেভাবে রেফারি সিদ্ধান্ত দিয়েছে, সেটা পুরো ব্যাপারটা তুলে ধরে না। আমরা বেঞ্চ থেকেই দেখেছি বল তার (জেমসের) ঊরু হয়ে এসেছে। কিন্তু হাতে লাগাটা ইচ্ছাকৃত ছিল না। আমি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা আরও কিছুক্ষণ আশা করেছিলাম।’
চেলসি দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে লিভারপুল। টুখেলের ভাষ্য, ‘হঠাৎ করে সব বদলে যায়।’ তবে দশজনের দল নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশিও লুকাতে পারেননি টুখেল। বলেছেন, ‘আমি দলকে হয়তো বেশি প্রশংসা করিনি। কিন্তু এটা তো সবাই জানে, ইতিহাদ আর অ্যানফিল্ড থেকে জিতে ফেরা কতটা কঠিন।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে