দৃশ্যটি দেখার পর গ্রামের ফুটবল ম্যাচের স্মৃতিই মনে পড়ার কথা। যখন পেনাল্টি কিক নেওয়ার জন্য নিজেদের মধ্যেই বল নিয়ে কাড়াকাড়ি করে পেনাল্টি পাওয়া দলের খেলোয়াড়েরা। গতকাল গ্রামের সেই দৃশ্যের দেখে মিলেছে স্ট্যামফোর্ড ব্রিজে।
এভারটনের বিপক্ষে পেনাল্টি কিক নিয়ে কাড়াকাড়ি শুরু করেন চেলসির ফুটবলাররা। শুরুটা করেন ২২ বছর বয়সী দুই উইঙ্গার নিকোলাস জ্যাকসন এবং ননি মাদুয়েকে। দুজনের মধ্যে মধ্যস্থতা করেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। তাঁর মধ্যস্থতায় পেনাল্টি কিকের দিকে এগিয়ে যান আগেই বলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া মাদুয়েকে। কিন্তু স্পটকিক নেওয়ার ঠিক আগ মুহূর্তে এভারটনের বক্সে হাজির কোল পালমার। পালমারকে বল দিতে মাদুয়েকে বলেন চেলসি অধিনায়ক কনর গ্যালাঘার। তা দেখে দৌড়ে আসেন শুরুর দিকে বল নিয়ে কাড়াকাড়ি করা জ্যাকসনও। তাতে অবশ্য জ্যাকসন-মাদুয়েকের কোনো লাভ হয়নি।
এমন ‘যুদ্ধ’ করে পাওয়া পেনাল্টিতে গোল করতে ভুল করেননি পালমার। এই গোলের আগেই ‘পারফেক্ট’ এক হ্যাটট্রিক করেছেন ইংলিশ উইঙ্গার। পারফেক্ট হ্যাটট্রিক বলতে বোঝানো হচ্ছে— দুই পায়ের সঙ্গে হেডের গোলকে। তাঁর হ্যাটট্রিকসহ চার গোলের রাতে ৬-০ গোলে এভারটনকে বিধ্বস্ত করেছে চেলসি। বাকি গোল দুটি জ্যাকসন এবং আলফি গিলক্রিস্টের। এমন দুর্দান্ত পারফরম্যান্সে বেশ কিছু রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী উইঙ্গার। চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন। দিদিয়ের দ্রগবার (২০১০) পর স্ট্যামফোর্ড ব্রিজে টানা দুই লিগ ম্যাচ হ্যাটট্রিক। লিগ ম্যাচে ঘরের মাঠে টানা ৭ ম্যাচ গোল করা ক্লাবের প্রথম খেলোয়াড়। আর সব মিলিয়ে ২০ গোল নিয়ে এখন আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা।
বল নিয়ে কাড়াকাড়ির দৃশ্যটা অবশ্য নতুন নয় চেলসির। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ফ্রি কিক নিয়ে দ্বন্দ্ব জড়িয়েছিলেন দ্রগবা-মাইকেল বালাক। এমন দৃশ্য আর কখনো দেখতে চান না বলে শিষ্যদের সতর্ক করেছেন কোচ মরিসিও পচেত্তিনো, ‘এটা লজ্জার। ম্যাচের পর খেলোয়াড়দের বলছি এটাই শেষবার। অথচ তারা জানত পেনাল্টি নেওয়ার অধিকার পালমারের।’
দৃশ্যটি দেখার পর গ্রামের ফুটবল ম্যাচের স্মৃতিই মনে পড়ার কথা। যখন পেনাল্টি কিক নেওয়ার জন্য নিজেদের মধ্যেই বল নিয়ে কাড়াকাড়ি করে পেনাল্টি পাওয়া দলের খেলোয়াড়েরা। গতকাল গ্রামের সেই দৃশ্যের দেখে মিলেছে স্ট্যামফোর্ড ব্রিজে।
এভারটনের বিপক্ষে পেনাল্টি কিক নিয়ে কাড়াকাড়ি শুরু করেন চেলসির ফুটবলাররা। শুরুটা করেন ২২ বছর বয়সী দুই উইঙ্গার নিকোলাস জ্যাকসন এবং ননি মাদুয়েকে। দুজনের মধ্যে মধ্যস্থতা করেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। তাঁর মধ্যস্থতায় পেনাল্টি কিকের দিকে এগিয়ে যান আগেই বলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া মাদুয়েকে। কিন্তু স্পটকিক নেওয়ার ঠিক আগ মুহূর্তে এভারটনের বক্সে হাজির কোল পালমার। পালমারকে বল দিতে মাদুয়েকে বলেন চেলসি অধিনায়ক কনর গ্যালাঘার। তা দেখে দৌড়ে আসেন শুরুর দিকে বল নিয়ে কাড়াকাড়ি করা জ্যাকসনও। তাতে অবশ্য জ্যাকসন-মাদুয়েকের কোনো লাভ হয়নি।
এমন ‘যুদ্ধ’ করে পাওয়া পেনাল্টিতে গোল করতে ভুল করেননি পালমার। এই গোলের আগেই ‘পারফেক্ট’ এক হ্যাটট্রিক করেছেন ইংলিশ উইঙ্গার। পারফেক্ট হ্যাটট্রিক বলতে বোঝানো হচ্ছে— দুই পায়ের সঙ্গে হেডের গোলকে। তাঁর হ্যাটট্রিকসহ চার গোলের রাতে ৬-০ গোলে এভারটনকে বিধ্বস্ত করেছে চেলসি। বাকি গোল দুটি জ্যাকসন এবং আলফি গিলক্রিস্টের। এমন দুর্দান্ত পারফরম্যান্সে বেশ কিছু রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী উইঙ্গার। চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন। দিদিয়ের দ্রগবার (২০১০) পর স্ট্যামফোর্ড ব্রিজে টানা দুই লিগ ম্যাচ হ্যাটট্রিক। লিগ ম্যাচে ঘরের মাঠে টানা ৭ ম্যাচ গোল করা ক্লাবের প্রথম খেলোয়াড়। আর সব মিলিয়ে ২০ গোল নিয়ে এখন আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা।
বল নিয়ে কাড়াকাড়ির দৃশ্যটা অবশ্য নতুন নয় চেলসির। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ফ্রি কিক নিয়ে দ্বন্দ্ব জড়িয়েছিলেন দ্রগবা-মাইকেল বালাক। এমন দৃশ্য আর কখনো দেখতে চান না বলে শিষ্যদের সতর্ক করেছেন কোচ মরিসিও পচেত্তিনো, ‘এটা লজ্জার। ম্যাচের পর খেলোয়াড়দের বলছি এটাই শেষবার। অথচ তারা জানত পেনাল্টি নেওয়ার অধিকার পালমারের।’
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্
১৭ মিনিট আগেকয়েক ঘণ্টার নাটকীয়তার পর অবশেষে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কোপা দেল রের ফাইনালে খেলবে তারা। তার আগে রেফারি ইস্যুতে সংবাদ সম্মেলন, ফটো সেশন ও অনুশীলন বাতিল করেছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়, ফাইনালের রেফারি পরিবর্তন না করলে ম্যাচ বর্জনও করতে পারে লস ব্লাঙ্কোস। তবে ক্লাবটি
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
৩ ঘণ্টা আগেকোপা দেল রের ফাইনালের আগে উত্তাল স্প্যানিশ ফুটবল। রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল যেন দুভাগ হয়ে গেছে। বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ফটোসেশন সব বর্জন করেছে রিয়াল। প্রয়োজনে ম্যাচও বর্জন করারও হুমকি দিয়েছে তারা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের...
৪ ঘণ্টা আগে