
ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।

ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৯ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১০ ঘণ্টা আগে