
ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।

ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১২ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে