Ajker Patrika

সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭: ২৫
সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস
নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে বরণ করা হবে এই দোতলা বাসে। ছবি: সংগৃহীত

প্রথমবার আয়োজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটসালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে এখন ঘটা করে বরণের অপেক্ষা।বিমানবন্দরে নামা মাত্রই সাবিনা খাতুনদের ছাদখোলা বাসে বরণ করা হবে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী ফুটসাল জয়ী বাংলাদেশ দলকে কীভাবে বরণ করা হবে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে তাদের কর্মপরিকল্পনা। সাবিনাদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বাফুফে লিখেছে, ‘নারীদের ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০২৬ সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের গৌরব নিয়ে দেশে ফেরা খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে বাংলাদেশ নারী জাতীয় ফুটসাল দলের এই অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।’ যে ছাদখোলা দোতলা বাসে বরণ করা হবে, সেই বাসের সামনে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের ছবি ও তার ওপরে লেখা চ্যাম্পিয়নস।

থাইল্যান্ড থেকে সাবিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দল আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পণ করবেন বলে বাফুফে এক বিবৃতিতে জানিয়েছে। থাইল্যান্ডে আয়োজিত প্রথম নারী সাফ ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে টুর্নামেন্টে তাদের পয়েন্ট ১৬। যার মধ্যে হুয়ামাক ইন্দোর স্টেডিয়ামে ২৫ জানুয়ারি থাইল্যান্ডকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। রানার্সআপ ভারত ছয় ম্যাচে পেয়েছে ১২ পয়েন্ট।

নারী ফুটবলারদের ছাদখোলা বাসে বরণের ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ ও ২০২৪ সালে দুইবারই নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দুইবার বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে জাঁকজমকপূর্ণ বরণ করা হয়েছিল সাবিনা-ঋতুপর্ণা চাকমাদের। নারী সাফ ফুটবল সেই দুইবারের আয়োজক ছিল নেপাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

ইরানে মার্কিন হামলার ৭ সম্ভাব্য পরিণতি

তেহরান পুড়লে জ্বলবে রিয়াদও, ইরানের অস্তিত্বের লড়াই যেভাবে মধ্যপ্রাচ্যের ভাগ্যনিয়ন্তা

আজকের রাশিফল: যা ছোঁবেন সেটাই সোনা হবে, তবে অন্যের জিনিসে হাত দেবেন না

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত