Ajker Patrika

বাফুফের কোটি টাকার সুপার কাপ এবার ফিরছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫১
কোটি টাকার সুপার কাপ ফেরার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: বাফুফে
কোটি টাকার সুপার কাপ ফেরার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: বাফুফে

গত কয়েক মৌসুমে কোটি টাকার সুপার কাপ নিয়ে কম আলোচনা হয়নি। তবে আলোর মুখ দেখেনি টুর্নামেন্টটি। প্রায় এক যুগ ধরে ‘নির্বাসিত’ টুর্নামেন্টটি ফিরিয়ে আনা নিয়ে আরও একবার আশার বাণী শোনালেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী মৌসুমে সুপার কাপসহ পাঁচটি টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সাধারণত দেশের ঘরোয়া ফুটবল শুরু হয় স্বাধীনতা কাপ দিয়ে। তবে এবার ব্যত্যয় ঘটেছে। দেশে ক্ষমতার পটপরিবর্তনের কারণে মৌসুমের পর্দা ওঠে চ্যালেঞ্জ কাপ দিয়ে। তবে ভিন্নতা নিয়ে নতুন মৌসুমে আবারও ফিরছে স্বাধীনতা কাপ। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর হবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নেবেন স্থানীয় ফুটবলাররাই।

এবারের মতো চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে মৌসুমের। এরপর প্রিমিয়ার লিগের পাশাপাশি চলবে ফেডারেশন কাপ। তবে সুপার কাপে কয়টি দল খেলবে, সেটা চূড়ান্ত হয়নি। ইমরুল হাসান বলেন, ‘প্রিমিয়ার লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে হবে সুপার কাপ। প্রাইজমানি কত হবে, তা ঠিক হয়নি। তবে কোটি টাকার কম নয়।’

গত ২৫ জানুয়ারি শেষ হয়েছে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। শেষ পর্ব এপ্রিলে শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বরং ফেব্রুয়ারিতেই মাঠে নামতে হবে ক্লাবগুলোকে। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তা ভাবনায় রেখে লিগের সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরুল, ‘আগামী মাসে জাতীয় দলের ক্যাম্প আছে। জাতীয় দলের স্বার্থের কথা বিবেচনা করে, বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে এ মাসে। সে ক্ষেত্রে আমরা ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু করতে চাই, ক্যাম্প শুরুর আগে দুই রাউন্ডের খেলা হয়, যেন খেলোয়াড়েরা খেলার মধ্যে থাকে।’

২২ এপ্রিল ফেডারেশন কাপের ফাইনাল, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর—দুটোই হবে একই দিনে (৮ এপ্রিল)। দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ ৪ মার্চ শুরুর সিদ্ধান্তও হয়েছে লিগ কমিটির সভায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠক, বাংলাদেশ প্রশ্নে যা বললেন ট্রাম্প

হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত ও বরকত

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লড়াই

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ইউএনও, অফিস করছেন বাসা থেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত