
রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।
নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।
বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’

রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।
জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।
নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।
বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৩ ঘণ্টা আগে