
লিওনেল মেসিকে নিয়ে কথা বলেই যে বেকায়দায় পড়লেন আর্জেন্টিনার ‘আন্ডারসেক্রেটারি ফর স্পোর্টস’ হুলিও গারো। গারোকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে একটি বর্ণবাদী গান তৈরি করে। টিম বাসে এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম ভিডিওতে শোনা যায় আপত্তিকর সেই গান। মেসি সেখানে উপস্থিত না থাকলেও আর্জেন্টাইন অধিনায়ককে দায়ী করে মন্তব্য করেছিলেন গারো। তিনি (গারো) এমন ঘটনায় দলটির অধিনায়ক মেসিসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকরিচ্যুত হলেন গারো।
আর্জেন্টিনার রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ বাংলাদেশ সময় ভোরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। অফিসিনা দেল প্রেসিদেন্তির অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন এবং টানা দুইটি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা দেশটির নাগরিক কী ভাববেন বা কী করবেন, সেটা তো সরকার বলে দেবে না। জুলিও গারোকে একারণে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।’ চাকরি হারানোর পর অবশ্য ক্ষমা চেয়েছেন গারো, ‘কাউকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না আমার। সেকারণেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। যদিও আমি সব সময় বৈষম্যের বিরুদ্ধেই থাকব।’ মেসি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
আর্জেন্টিনার সদ্য প্রকাশিত গানটিতে ২০২২ ফুটবল বিশ্বকাপের দিকে ইঙ্গিত করা হয়েছে। কাতারের লুসাইলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা হারানোর পর বর্ণবাদী গান গাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভটি প্রচারিত হয়েছে বলে বড্ড বেকায়দায় পড়েছেন তিনি।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসি গতকাল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যদিও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবশ্য জানায়নি ইংলিশ ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ের ম্যাশচেরানো।
আরও পড়ুন:

লিওনেল মেসিকে নিয়ে কথা বলেই যে বেকায়দায় পড়লেন আর্জেন্টিনার ‘আন্ডারসেক্রেটারি ফর স্পোর্টস’ হুলিও গারো। গারোকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে একটি বর্ণবাদী গান তৈরি করে। টিম বাসে এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম ভিডিওতে শোনা যায় আপত্তিকর সেই গান। মেসি সেখানে উপস্থিত না থাকলেও আর্জেন্টাইন অধিনায়ককে দায়ী করে মন্তব্য করেছিলেন গারো। তিনি (গারো) এমন ঘটনায় দলটির অধিনায়ক মেসিসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকরিচ্যুত হলেন গারো।
আর্জেন্টিনার রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ বাংলাদেশ সময় ভোরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। অফিসিনা দেল প্রেসিদেন্তির অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন এবং টানা দুইটি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা দেশটির নাগরিক কী ভাববেন বা কী করবেন, সেটা তো সরকার বলে দেবে না। জুলিও গারোকে একারণে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।’ চাকরি হারানোর পর অবশ্য ক্ষমা চেয়েছেন গারো, ‘কাউকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না আমার। সেকারণেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। যদিও আমি সব সময় বৈষম্যের বিরুদ্ধেই থাকব।’ মেসি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
আর্জেন্টিনার সদ্য প্রকাশিত গানটিতে ২০২২ ফুটবল বিশ্বকাপের দিকে ইঙ্গিত করা হয়েছে। কাতারের লুসাইলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা হারানোর পর বর্ণবাদী গান গাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভটি প্রচারিত হয়েছে বলে বড্ড বেকায়দায় পড়েছেন তিনি।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসি গতকাল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যদিও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবশ্য জানায়নি ইংলিশ ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ের ম্যাশচেরানো।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে