নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।

মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে