নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।

মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৪৩ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে