Ajker Patrika

চ্যাম্পিয়ন হয়ে চেলসি পর্ব শুরু পচেত্তিনোর 

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৩: ৫৩
চ্যাম্পিয়ন হয়ে চেলসি পর্ব শুরু পচেত্তিনোর 

নতুন ক্লাবে মনে রাখার মতো এক শুরু করলেন মরিসিও পচেত্তিনো। কোচ পচেত্তিনোর অধীনে প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতল চেলসি। 

চেলসি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, ব্রাইটন, ফুলহাম, ব্রেন্টফোর্ড-ইংল্যান্ডের এই ৬ ক্লাব নিয়ে এবারই প্রথম শুরু প্রিমিয়ার লিগ সামার সিরিজ। টুর্নামেন্টের শেষ দিন ছিল গতকাল। মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে চেলসির প্রতিপক্ষ ছিল ফুলহাম। ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ২০ মিনিটে এগিয়ে যায় পচেত্তিনোর দল। বেন চিলওয়েলের অ্যাসিস্টে গোল করেন থিয়াগো সিলভা। এরপর ৪১ মিনিটে চেলসির দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে চেলসি। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল ব্লুজরা। আর ফুলহামের লক্ষ্য বরাবর ৬ শট করে চেলসি। আর ৪৩ শতাংশ বল দখলে নিয়ে ফুলহাম প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১টি শট করেছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে চেলসি। 

অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের সামার সিরিজের প্রথম মৌসুম শেষ করে চেলসি। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-৩ গোলে হারায় চেলসি। এনকুঙ্কু, মিখাইলো মুদ্রিক, কনর গ্যালাঘার, নিকোলাস জ্যাকসন-ব্লুজদের হয়ে প্রত্যেকেই ১টি করে গোল করেন। এরপর নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা, নিউক্যাসল দুই দলেরই সমান ৫ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত