ক্রীড়া ডেস্ক

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে আর্সেনালের ম্যাচ ড্র হওয়ায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করতে টটেনহামের বিপক্ষে প্রয়োজন শুধুমাত্র এক পয়েন্ট। রেডদের বাকি রয়েছে আরও চারটি ম্যাচ। পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, টটেনহামের বিপক্ষে এক পয়েন্ট নিশ্চিত করে ক্লাবের ২০ তম শীর্ষ লিগ শিরোপা জয় করা তাদের জন্য একটি বড় দায়িত্ব।
২০১৯-২০ মৌসুমে সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল সর্বশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। সে সময় কোভিড মহামারির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না। সেবার রেডরা ৩০ বছর পর প্রথম শীর্ষ লিগের শিরোপা জয়ের পর খালি অ্যানফিল্ডে ট্রফি উঁচিয়ে ধরেছিল।
এবার ভরা দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরার মতো সুযোগকে বড় দায়িত্ব হিসেবেই দেখছেন স্লট। তিনি বলেন, ‘প্রথমত এটা একটা বিশাল দায়িত্ব, কারণ আমরা জানি যে শেষবার যখন এই ক্লাবটি লিগ জিতেছিল, তখন কোভিড সময় ছিল, তাই সবাই রোববারের দিকে তাকিয়ে আছে।’
নিজেদের বড় দায়িত্বের পাশাপাশি দর্শকদের সমর্থনকেও গুরুত্ব দিচ্ছেন লিভারপুল কোচ। তিনি বলেন, ‘আমরা এটা জানি এবং আশা করি আমাদের সমর্থকেরাও এটা জানে। তারা যেন আমাদের সবচেয়ে ভালোভাবে সমর্থন করে–যেমনটা তারা পুরো মৌসুমজুড়েই করে এসেছে। এই বিষয়টা বুঝে যে আমাদের এখনো এক পয়েন্ট প্রয়োজন।’
অ্যানফিল্ডে শিরোপা জয় উদ্যাপন করতে টটেনহামের বিপক্ষে ম্যাচকে ঘিরে বেশ উচ্ছ্বসিত স্বয়ং স্লটও। তিনি বলেন, ‘এটা একটা দারুণ ম্যাচ, যার জন্য অপেক্ষা করা যায়, কিন্তু রোববারের ম্যাচকে ঘিরে একই সঙ্গে এটা আমাদের জন্য এক ধরনের দায়িত্বও।’
টটেনহাম ২০১১ সালের পর থেকে অ্যানফিল্ডে কোনো জয় পায়নি এবং এবারের লিগ মৌসুমেও তারা ইতিমধ্যে ১৮টি ম্যাচ হেরেছে। সেই সঙ্গে তাদের মূল মনোযোগ এখন বৃহস্পতিবার ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। লিভারপুল এবারের লিগ মৌসুমে এখন পর্যন্ত মাত্র দুবার পরাজিত হয়েছে–এর মধ্যে একবার অ্যানফিল্ডে। যদিও লিভারপুল প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সেরা ঘরোয়া রেকর্ডধারী দল, তারা ঘরের মাঠে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট অর্জন করেছে।
লিভারপুলের ম্যানেজার হিসেবে স্লটের এটি প্রথম মৌসুম। তিনি ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হন। তাঁর দল বর্তমানে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে। যা এক ম্যাচ বেশি খেলা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট বেশি।

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে আর্সেনালের ম্যাচ ড্র হওয়ায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করতে টটেনহামের বিপক্ষে প্রয়োজন শুধুমাত্র এক পয়েন্ট। রেডদের বাকি রয়েছে আরও চারটি ম্যাচ। পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, টটেনহামের বিপক্ষে এক পয়েন্ট নিশ্চিত করে ক্লাবের ২০ তম শীর্ষ লিগ শিরোপা জয় করা তাদের জন্য একটি বড় দায়িত্ব।
২০১৯-২০ মৌসুমে সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল সর্বশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। সে সময় কোভিড মহামারির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না। সেবার রেডরা ৩০ বছর পর প্রথম শীর্ষ লিগের শিরোপা জয়ের পর খালি অ্যানফিল্ডে ট্রফি উঁচিয়ে ধরেছিল।
এবার ভরা দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরার মতো সুযোগকে বড় দায়িত্ব হিসেবেই দেখছেন স্লট। তিনি বলেন, ‘প্রথমত এটা একটা বিশাল দায়িত্ব, কারণ আমরা জানি যে শেষবার যখন এই ক্লাবটি লিগ জিতেছিল, তখন কোভিড সময় ছিল, তাই সবাই রোববারের দিকে তাকিয়ে আছে।’
নিজেদের বড় দায়িত্বের পাশাপাশি দর্শকদের সমর্থনকেও গুরুত্ব দিচ্ছেন লিভারপুল কোচ। তিনি বলেন, ‘আমরা এটা জানি এবং আশা করি আমাদের সমর্থকেরাও এটা জানে। তারা যেন আমাদের সবচেয়ে ভালোভাবে সমর্থন করে–যেমনটা তারা পুরো মৌসুমজুড়েই করে এসেছে। এই বিষয়টা বুঝে যে আমাদের এখনো এক পয়েন্ট প্রয়োজন।’
অ্যানফিল্ডে শিরোপা জয় উদ্যাপন করতে টটেনহামের বিপক্ষে ম্যাচকে ঘিরে বেশ উচ্ছ্বসিত স্বয়ং স্লটও। তিনি বলেন, ‘এটা একটা দারুণ ম্যাচ, যার জন্য অপেক্ষা করা যায়, কিন্তু রোববারের ম্যাচকে ঘিরে একই সঙ্গে এটা আমাদের জন্য এক ধরনের দায়িত্বও।’
টটেনহাম ২০১১ সালের পর থেকে অ্যানফিল্ডে কোনো জয় পায়নি এবং এবারের লিগ মৌসুমেও তারা ইতিমধ্যে ১৮টি ম্যাচ হেরেছে। সেই সঙ্গে তাদের মূল মনোযোগ এখন বৃহস্পতিবার ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। লিভারপুল এবারের লিগ মৌসুমে এখন পর্যন্ত মাত্র দুবার পরাজিত হয়েছে–এর মধ্যে একবার অ্যানফিল্ডে। যদিও লিভারপুল প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সেরা ঘরোয়া রেকর্ডধারী দল, তারা ঘরের মাঠে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট অর্জন করেছে।
লিভারপুলের ম্যানেজার হিসেবে স্লটের এটি প্রথম মৌসুম। তিনি ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হন। তাঁর দল বর্তমানে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে। যা এক ম্যাচ বেশি খেলা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট বেশি।

মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে পরশু রাতে বেনিনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল মিসর। শেষ আটে প্রতিপক্ষ কে হয়, সেটা জানতে মিসরকে অপেক্ষা করতে হয়েছে ২৪ ঘণ্টা। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে খেলবে মিসর।
১ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতা যেন এবারের অ্যাশেজে ইংল্যান্ডের নিত্যসঙ্গী। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ম্যাচটা ইংলিশরা জিতলেও হারিয়েছিল ৬ উইকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চলমান অ্যাশেজের পঞ্চম টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে সেঞ্চুরি করেছেন জ্যাকব বেথেল।
১ ঘণ্টা আগে
যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের পয়েন্ট কাটা হতে পারে বলে ক্রিকইনফো গত রাতে খবর প্রকাশ করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এখানে পয়েন্ট কাটার কোনো ব্যাপার নেই।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের থাকলেও পুরোটা সময় খেলা নাও হতে পারে লকি ফার্গুসন ও ম্যাট হেনরির। ভারত-শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি-মার্চে আইসিসি ইভেন্ট চলার সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকতে পারেন তাঁরা (ফার্গুসন-হেনরি)। এমনকি নিউজিল্যান্ডের এই দুই তারকা পেসার চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
৩ ঘণ্টা আগে