
ঢাকা: ইতালির জয়রথ যেন থামানোই যাচ্ছে না। এ নিয়ে জিতল টানা ২৯ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের মতো রোমে সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতল দাপটের সঙ্গে। মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন রবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে ইতালি। ১০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সিরো ইমোবিল। দুই মিনিট পর স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দির আক্রমণ প্রতিহত হয় সুইস রক্ষণভাগে। ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ভার রিপ্লেতে 'হ্যান্ডবল' প্রমাণিত হলে ক্ষণিকের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মানচিনির শিষ্যদের কাছে।
ডেডলক ভাঙতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ইতালির। ২৬ মিনিটে বেরার্দির সহায়তায় লোকাতেল্লি সুইস রক্ষণভাগকে সুকৌশলে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন। সুইজারল্যান্ড প্রতি আক্রমণ করলেও ইতালির রক্ষণভাগ ছিলেন সতর্ক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটা হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ দিয়ে। ৪৬ মিনিটে সুইস স্ট্রাইকার জার্দান শাকিরির বাঁ পায়ের শট বাধা পায় ইতালিয়ান রক্ষণ দেওয়ালে। এক মিনিট পরেই সুইস মিডফিল্ডার রিকার্দো রদ্রিগেজের কর্নার থেকে ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকো এলভেদি।
ইতালিকে দ্বিতীয়বার উৎসব করার সুযোগ এনে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিকোলো বেরেল্লার সহায়তায় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। মিডফিল্ডার স্টিভেন জুবের শট নিলেও তা ঠেকিয়ে দিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিওভান্নি দোনারুমা৷
ইতালির পাল্টা আক্রমণে যেন সুইস রক্ষণভাগের নাভিশ্বাস ওঠে। ৭৩ ও ৭৫ মিনিটে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা ইমোবিল ৮৯ মিনিটে আর ভুল করেননি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন ইমোবিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।

ঢাকা: ইতালির জয়রথ যেন থামানোই যাচ্ছে না। এ নিয়ে জিতল টানা ২৯ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের মতো রোমে সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতল দাপটের সঙ্গে। মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন রবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে ইতালি। ১০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সিরো ইমোবিল। দুই মিনিট পর স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দির আক্রমণ প্রতিহত হয় সুইস রক্ষণভাগে। ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ভার রিপ্লেতে 'হ্যান্ডবল' প্রমাণিত হলে ক্ষণিকের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মানচিনির শিষ্যদের কাছে।
ডেডলক ভাঙতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ইতালির। ২৬ মিনিটে বেরার্দির সহায়তায় লোকাতেল্লি সুইস রক্ষণভাগকে সুকৌশলে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন। সুইজারল্যান্ড প্রতি আক্রমণ করলেও ইতালির রক্ষণভাগ ছিলেন সতর্ক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটা হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ দিয়ে। ৪৬ মিনিটে সুইস স্ট্রাইকার জার্দান শাকিরির বাঁ পায়ের শট বাধা পায় ইতালিয়ান রক্ষণ দেওয়ালে। এক মিনিট পরেই সুইস মিডফিল্ডার রিকার্দো রদ্রিগেজের কর্নার থেকে ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকো এলভেদি।
ইতালিকে দ্বিতীয়বার উৎসব করার সুযোগ এনে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিকোলো বেরেল্লার সহায়তায় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। মিডফিল্ডার স্টিভেন জুবের শট নিলেও তা ঠেকিয়ে দিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিওভান্নি দোনারুমা৷
ইতালির পাল্টা আক্রমণে যেন সুইস রক্ষণভাগের নাভিশ্বাস ওঠে। ৭৩ ও ৭৫ মিনিটে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা ইমোবিল ৮৯ মিনিটে আর ভুল করেননি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন ইমোবিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে