Ajker Patrika

চিলিকে উড়িয়ে দিল নেইমার-ভিনিহীন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০০
চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি
চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সুযোগ থাকলেও নেইমার বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরতে পারেননি। নেইমারের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো তারকারাও সুযোগ পাননি ব্রাজিলের বাছাইপর্বের দলে। তবে একাধিক তারকা ফুটবলারের অনুপস্থিতি খুব একটা অনুভব করেনি ব্রাজিল। চিলিকে আজ উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে এরই মধ্যে উঠে গেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দলটির কাছে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ নিজেদের আরও শাণিত করার দারুণ সুযোগ। বাংলাদেশ সময় আজ সকালে মারাকানায় বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল তিনটি করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেজ।

মারাকানায় আজ চিলির ওপর শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ৬৪ শতাংশ বল দখলে নিয়ে ব্রাজিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৮ শট। অন্যদিকে চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। কিন্তু ব্রাজিলের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের বাইসাইকেল কিকে এগিয়ে যায় ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম গোল করলেন এস্তেভাও। প্রথমার্ধের শেষ ভাগে ঘটেছে এক অদ্ভুতুড়ে ঘটনা। চিলির ডিফেন্ডার গুইলার্মো মারিপান দেখেন লাল কার্ড। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যাচাই-বাছাই করে সেটা হলুদ কার্ড করে দিয়েছে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোচ আনচেলত্তি ট্যাকটিকাল কয়েকটি পরিবর্তন এনেছেন। এস্তেভাওয়ের পরিবর্তে ৬৬ মিনিটে নেমেছেন লুইস হেনরিকে। ৫ মিনিট পর আরও একটি বদল আনে ব্রাজিল। ৭১ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে নামেন লুকাস পাকেতা। বদল আনার পরই ব্রাজিলের খেলার ধরনে পরিবর্তন আসে। ৭২ মিনিটে হেনরিকের অ্যাসিস্টে গোল করেন পাকেতা। হেনরিকে প্রথম বাঁ পাশ দিয়ে ড্রিবলিং করে ক্রস দিয়েছেন। তাঁর ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন পাকেতা।

ব্রাজিলের তৃতীয় গোলেও ছিল হেনরিকের অবদান। ডান পাশ থেকে আক্রমণ শুরু করেন হেনরিকে। তাঁর সঙ্গে ব্রুনো গিমারেসের দারুণ এক সমন্বয় গড়ে ওঠে। চিলির গোলরক্ষক লরেন্স ভিগোরোক্সকে ড্রিবলিংয়ে গিমারেস বোকা বানালেও প্রথমবারে লক্ষ্যভেদ করতে পারেননি। ফিরতি সুযোগে গোল করেন গিমারেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা ব্রাজিল পেয়েছে ২৮ পয়েন্ট। ১০ দলের মধ্যে সবার নিচে থাকা চিলির পয়েন্ট ১০। প্রত্যেকেই ১৭টি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত