ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকান ফুটবলে ঝামেলার ঘটনা নতুন কিছু নয়। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনা ঘটে প্রায়ই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। কোপা লিবার্তাদোরেসে এবার ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। টুর্নামেন্টে জড়িয়ে রয়েছে ব্রাজিলের এক ক্লাব।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে গতকাল কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজা। বিভিন্ন গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কোলো-কোলোর বিরুদ্ধে ফোর্তালেজার এই ম্যাচে ঘটেছে ঝামেলা। ম্যাচ শুরুর আগমুহূর্তে দর্শকদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে দর্শকদের সংঘর্ষ শুরু হয়ে যায়। দর্শকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানি ছিটিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুই জন মারা গেছেন এই সংঘর্ষে। একজন ১৩ বছর বয়সী ছেলে, অপরজন ১৮ বছর বয়সী নারী।
কীভাবে দুই জন মারা গেছেন, সেটার একটা ধারণা পাওয়া গেছে স্থানীয়দের বরাতে। ফ্রান্সিসকো মোরালেস নামে স্থানীয় এক প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘যা জানা গেছে, তা হলো এই দুই ব্যক্তি একটি বেড়া টপকে ঢুকতে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের একটি গাড়ি এ ঘটনায় জড়িয়ে আছে বলে জানা গেছে।’ ১৮ বছর বয়সী মৃত সেই নারীর বোন বারবারা পেরেজ তাঁর বোনের মৃত্যুতে পুলিশের গাড়ির ওপর দোষ চাপিয়েছেন। দায়ী করেছেন বারবারা পেরেজ বলেন, ‘তার ওপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। সেখানেই তাকে পিষ্ট করেছে।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোলো-কোলোর বিপক্ষে ফোর্তালেজার ম্যাচ শুরুও হয়েছিল। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। তখনই মাঠে কিছু দর্শক ঢুকে পড়েন। ফোর্তালেজার ফুটবলাররা তখন আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এক বিবৃতি দিয়েছে। পাশাপাশি তদন্তেরও নির্দেশ দিয়েছে কনমেবল। ম্যাচ শুরুর আগে ১০০-এর মত দর্শক বেড়া টপকে ঢুকতে চেয়েছিলেন বলে ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’ নামে এক ওয়েবসাইট জানিয়েছে।

দক্ষিণ আমেরিকান ফুটবলে ঝামেলার ঘটনা নতুন কিছু নয়। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনা ঘটে প্রায়ই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। কোপা লিবার্তাদোরেসে এবার ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। টুর্নামেন্টে জড়িয়ে রয়েছে ব্রাজিলের এক ক্লাব।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে গতকাল কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজা। বিভিন্ন গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কোলো-কোলোর বিরুদ্ধে ফোর্তালেজার এই ম্যাচে ঘটেছে ঝামেলা। ম্যাচ শুরুর আগমুহূর্তে দর্শকদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে দর্শকদের সংঘর্ষ শুরু হয়ে যায়। দর্শকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানি ছিটিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুই জন মারা গেছেন এই সংঘর্ষে। একজন ১৩ বছর বয়সী ছেলে, অপরজন ১৮ বছর বয়সী নারী।
কীভাবে দুই জন মারা গেছেন, সেটার একটা ধারণা পাওয়া গেছে স্থানীয়দের বরাতে। ফ্রান্সিসকো মোরালেস নামে স্থানীয় এক প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘যা জানা গেছে, তা হলো এই দুই ব্যক্তি একটি বেড়া টপকে ঢুকতে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের একটি গাড়ি এ ঘটনায় জড়িয়ে আছে বলে জানা গেছে।’ ১৮ বছর বয়সী মৃত সেই নারীর বোন বারবারা পেরেজ তাঁর বোনের মৃত্যুতে পুলিশের গাড়ির ওপর দোষ চাপিয়েছেন। দায়ী করেছেন বারবারা পেরেজ বলেন, ‘তার ওপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। সেখানেই তাকে পিষ্ট করেছে।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোলো-কোলোর বিপক্ষে ফোর্তালেজার ম্যাচ শুরুও হয়েছিল। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। তখনই মাঠে কিছু দর্শক ঢুকে পড়েন। ফোর্তালেজার ফুটবলাররা তখন আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এক বিবৃতি দিয়েছে। পাশাপাশি তদন্তেরও নির্দেশ দিয়েছে কনমেবল। ম্যাচ শুরুর আগে ১০০-এর মত দর্শক বেড়া টপকে ঢুকতে চেয়েছিলেন বলে ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’ নামে এক ওয়েবসাইট জানিয়েছে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে