ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকান ফুটবলে ঝামেলার ঘটনা নতুন কিছু নয়। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনা ঘটে প্রায়ই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। কোপা লিবার্তাদোরেসে এবার ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। টুর্নামেন্টে জড়িয়ে রয়েছে ব্রাজিলের এক ক্লাব।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে গতকাল কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজা। বিভিন্ন গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কোলো-কোলোর বিরুদ্ধে ফোর্তালেজার এই ম্যাচে ঘটেছে ঝামেলা। ম্যাচ শুরুর আগমুহূর্তে দর্শকদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে দর্শকদের সংঘর্ষ শুরু হয়ে যায়। দর্শকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানি ছিটিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুই জন মারা গেছেন এই সংঘর্ষে। একজন ১৩ বছর বয়সী ছেলে, অপরজন ১৮ বছর বয়সী নারী।
কীভাবে দুই জন মারা গেছেন, সেটার একটা ধারণা পাওয়া গেছে স্থানীয়দের বরাতে। ফ্রান্সিসকো মোরালেস নামে স্থানীয় এক প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘যা জানা গেছে, তা হলো এই দুই ব্যক্তি একটি বেড়া টপকে ঢুকতে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের একটি গাড়ি এ ঘটনায় জড়িয়ে আছে বলে জানা গেছে।’ ১৮ বছর বয়সী মৃত সেই নারীর বোন বারবারা পেরেজ তাঁর বোনের মৃত্যুতে পুলিশের গাড়ির ওপর দোষ চাপিয়েছেন। দায়ী করেছেন বারবারা পেরেজ বলেন, ‘তার ওপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। সেখানেই তাকে পিষ্ট করেছে।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোলো-কোলোর বিপক্ষে ফোর্তালেজার ম্যাচ শুরুও হয়েছিল। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। তখনই মাঠে কিছু দর্শক ঢুকে পড়েন। ফোর্তালেজার ফুটবলাররা তখন আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এক বিবৃতি দিয়েছে। পাশাপাশি তদন্তেরও নির্দেশ দিয়েছে কনমেবল। ম্যাচ শুরুর আগে ১০০-এর মত দর্শক বেড়া টপকে ঢুকতে চেয়েছিলেন বলে ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’ নামে এক ওয়েবসাইট জানিয়েছে।

দক্ষিণ আমেরিকান ফুটবলে ঝামেলার ঘটনা নতুন কিছু নয়। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনা ঘটে প্রায়ই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। কোপা লিবার্তাদোরেসে এবার ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। টুর্নামেন্টে জড়িয়ে রয়েছে ব্রাজিলের এক ক্লাব।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে গতকাল কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজা। বিভিন্ন গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কোলো-কোলোর বিরুদ্ধে ফোর্তালেজার এই ম্যাচে ঘটেছে ঝামেলা। ম্যাচ শুরুর আগমুহূর্তে দর্শকদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে দর্শকদের সংঘর্ষ শুরু হয়ে যায়। দর্শকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানি ছিটিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুই জন মারা গেছেন এই সংঘর্ষে। একজন ১৩ বছর বয়সী ছেলে, অপরজন ১৮ বছর বয়সী নারী।
কীভাবে দুই জন মারা গেছেন, সেটার একটা ধারণা পাওয়া গেছে স্থানীয়দের বরাতে। ফ্রান্সিসকো মোরালেস নামে স্থানীয় এক প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘যা জানা গেছে, তা হলো এই দুই ব্যক্তি একটি বেড়া টপকে ঢুকতে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের একটি গাড়ি এ ঘটনায় জড়িয়ে আছে বলে জানা গেছে।’ ১৮ বছর বয়সী মৃত সেই নারীর বোন বারবারা পেরেজ তাঁর বোনের মৃত্যুতে পুলিশের গাড়ির ওপর দোষ চাপিয়েছেন। দায়ী করেছেন বারবারা পেরেজ বলেন, ‘তার ওপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। সেখানেই তাকে পিষ্ট করেছে।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কোলো-কোলোর বিপক্ষে ফোর্তালেজার ম্যাচ শুরুও হয়েছিল। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। তখনই মাঠে কিছু দর্শক ঢুকে পড়েন। ফোর্তালেজার ফুটবলাররা তখন আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এক বিবৃতি দিয়েছে। পাশাপাশি তদন্তেরও নির্দেশ দিয়েছে কনমেবল। ম্যাচ শুরুর আগে ১০০-এর মত দর্শক বেড়া টপকে ঢুকতে চেয়েছিলেন বলে ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’ নামে এক ওয়েবসাইট জানিয়েছে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে