ক্রীড়া ডেস্ক
প্রবাদ আছে—‘যত গর্জে তত বর্ষে না’। বেশি তোড়জোড়ে ভালো ফল হয় না। এস্তাদিও মনুমেন্তালে আকাশি-নীলের ঢেউ খেলছে। কিছুক্ষণ পর পর উদ্যাপনে মেতে উঠছেন। আর্জেন্টিনার একেকটা গোল মানে গ্যালারিতে উত্তুঙ্গ উত্তেজনা। মাঠে হলুদ জার্সির খেলোয়াড়েরাও হয়ে ছিলেন নির্বাক দর্শকের মতো। যেন কিছুই করার ছিল না।
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াও আর্জেন্টিনা কতটা বিধ্বংসী দল—ব্রাজিল এরই মধ্যে বুঝে গেছে। তবে সবচেয়ে বেশি বুঝটা হয়তো রাফিনহাই নিয়েছেন! ম্যাচের আগেই তো তীর্যক কথাবার্তা বলে চটিয়ে দিয়েছেন আলবিসেলেস্তেদের। এক হালি গোল দিয়ে মাঠের খেলায় জবাবটা দিয়েছে আর্জেন্টিনা। গোলের পরই এনজো ফার্নান্দেজ-অ্যালিক্সেস ম্যাক আলিস্টারদের বিভিন্ন ভঙ্গির উদ্যাপন। বলার অপেক্ষা রাখে না—উদ্যাপন নয়, ব্রাজিলকেই তাঁরা জবাব দিচ্ছে বিভিন্ন ভঙ্গিতে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এনজো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী সময়ে বিনয়ী থাকো, রাফিনহা।’
ম্যাচের আগে রাফিনহা ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও টিভিকে বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’
দারুণ ব্যাপার হলো, কাতার বিশ্বকাপের পর থেকে এনজো বাংলাদেশের সমর্থকদেরও ভালোবাসায় আটকে আছেন। মাঝেমধ্যে দেখা যায় বাংলাদেশ নিয়ে পোস্ট করতে। আজও জয়ের পর ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের। আরেকটি পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ—অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য। এই বিজয় আপনাদেরও।’ সঙ্গে পাশাপাশি জুড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা-বাংলাদেশের পতাকা ইমোজি। এনজোকে বিভিন্ন বার্তা পাঠিয়ে পাশে ছিলেন বাংলাদেশের সমর্থকেরা।
পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন এনজো। ১২ মিনিটের আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তিনি। যদিও স্কালোনির কৌশলে আজ আক্রমণভাগে খেলেছেন তিনি। পুরো মাঠেই অবদান রেখেছেন। ম্যাচের সর্বোচ্চ রেটিংধারী ফুটবলারও তিনি।
প্রবাদ আছে—‘যত গর্জে তত বর্ষে না’। বেশি তোড়জোড়ে ভালো ফল হয় না। এস্তাদিও মনুমেন্তালে আকাশি-নীলের ঢেউ খেলছে। কিছুক্ষণ পর পর উদ্যাপনে মেতে উঠছেন। আর্জেন্টিনার একেকটা গোল মানে গ্যালারিতে উত্তুঙ্গ উত্তেজনা। মাঠে হলুদ জার্সির খেলোয়াড়েরাও হয়ে ছিলেন নির্বাক দর্শকের মতো। যেন কিছুই করার ছিল না।
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াও আর্জেন্টিনা কতটা বিধ্বংসী দল—ব্রাজিল এরই মধ্যে বুঝে গেছে। তবে সবচেয়ে বেশি বুঝটা হয়তো রাফিনহাই নিয়েছেন! ম্যাচের আগেই তো তীর্যক কথাবার্তা বলে চটিয়ে দিয়েছেন আলবিসেলেস্তেদের। এক হালি গোল দিয়ে মাঠের খেলায় জবাবটা দিয়েছে আর্জেন্টিনা। গোলের পরই এনজো ফার্নান্দেজ-অ্যালিক্সেস ম্যাক আলিস্টারদের বিভিন্ন ভঙ্গির উদ্যাপন। বলার অপেক্ষা রাখে না—উদ্যাপন নয়, ব্রাজিলকেই তাঁরা জবাব দিচ্ছে বিভিন্ন ভঙ্গিতে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এনজো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী সময়ে বিনয়ী থাকো, রাফিনহা।’
ম্যাচের আগে রাফিনহা ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও টিভিকে বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’
দারুণ ব্যাপার হলো, কাতার বিশ্বকাপের পর থেকে এনজো বাংলাদেশের সমর্থকদেরও ভালোবাসায় আটকে আছেন। মাঝেমধ্যে দেখা যায় বাংলাদেশ নিয়ে পোস্ট করতে। আজও জয়ের পর ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের। আরেকটি পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ—অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য। এই বিজয় আপনাদেরও।’ সঙ্গে পাশাপাশি জুড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা-বাংলাদেশের পতাকা ইমোজি। এনজোকে বিভিন্ন বার্তা পাঠিয়ে পাশে ছিলেন বাংলাদেশের সমর্থকেরা।
পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন এনজো। ১২ মিনিটের আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তিনি। যদিও স্কালোনির কৌশলে আজ আক্রমণভাগে খেলেছেন তিনি। পুরো মাঠেই অবদান রেখেছেন। ম্যাচের সর্বোচ্চ রেটিংধারী ফুটবলারও তিনি।
এএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৩ মিনিট আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১ ঘণ্টা আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
২ ঘণ্টা আগে