Ajker Patrika

যে কারণে পিএসজিতে ১০ নম্বর জার্সি নেননি মেসি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ৫২
যে কারণে পিএসজিতে ১০ নম্বর জার্সি নেননি মেসি

আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিওনেল মেসি। পরতেন সাবেক ক্লাব বার্সেলোনাতে থাকার সময়েও। তবে পিএসজিতে আর্জেন্টাইন অধিনায়কের গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। ফরাসি ক্লাবটিতে ‘বিখ্যাত’ ১০ নম্বর জার্সি না পরার কারণ জানিয়েছেন মেসি। 

পিএসজিতে ১০ নম্বর পরেন নেইমার। বন্ধু এবং প্রিয় সতীর্থ নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। তবে সেটা গ্রহণ করেননি মেসি। গত সোমবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে মেসি জানান, নেইমারের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ জার্সিটি সঠিক ব্যক্তির কাছে আছে বলে মনে করেন তিনি। 

সাবেক ক্লাব বার্সায় দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে মেসি বলেন, ‘১০ নম্বর জার্সি তারই (নেইমার) ছিল। আমি এখানে একটি নতুন দলে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমাকে সে এটা (১০ নম্বর জার্সি) দিতে চেয়েছিল, যা দারুণ একটি ব্যাপার। তবে নেইমারকে ভালোভাবে চিনি আমি এবং সে যে এমন কিছু করবে তা ভেবেছিলামও। আমরা বার্সেলোনায় একসঙ্গে সময় কাটিয়েছি এবং আমরা বন্ধু।’ 

তবে মেসির মনে হয়েছে, ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়ে থাকাটাই সঠিক। এ জন্য নিজে আরেকটি নম্বর বেছে নেওয়ার কথা জানান মেসি। বার্সার জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে দেড় যুগের ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিতে এখনো নিজের সেরা রূপে হাজির হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে চার গোল করেছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত